AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary Job Seekers Movement: নিয়োগের দাবি নাছোড় লড়াই আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের, ধর্মতলায় হামাগুড়ি দিয়ে প্রতিবাদ

Primary Job Seekers Movement: যে মুহূর্তে ধর্মতলার দখল নেয় চাকরিপ্রার্থীরা ঠিক তখনই মাঠে নামে পুলিশও। চাকরিপ্রার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হয়। আন্দোলনের প্রথমসারি প্রচুর মহিলা মুখে দেখা গেলে প্রচুর সংখ্যায় মহিলাও পুলিশও রাস্তায় নামে। তবে বিক্ষোভ তুলতে নারাজ চাকরি প্রার্থীরা।

Primary Job Seekers Movement: নিয়োগের দাবি নাছোড় লড়াই আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের, ধর্মতলায় হামাগুড়ি দিয়ে প্রতিবাদ
ফের রাজপথে চাকরিপ্রার্থীরাImage Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 4:09 PM
Share

কলকাতা: চাকরির দাবিতে চলেছে একটানা আন্দোলন। এবার ফের রাতপথে নামলেন আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা। চলল স্লোগান। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চলল মিছিল। শেষে ধর্মতলায় হামাগুড়ি দিয়ে চলল প্রতীকী প্রতিবাদ। একজন চাকরিপ্রার্থীকে অসুস্থও হয়ে পড়তে দেখা যায়। তাঁদের উদ্ধার করে হাসপাতালেও পাঠানো হয়। এদিকে যে মুহূর্তে ধর্মতলার দখল নেয় চাকরিপ্রার্থীরা ঠিক তখনই মাঠে নামে পুলিশও। 

চাকরিপ্রার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হয়। আন্দোলনের প্রথমসারি প্রচুর মহিলা মুখে দেখা গেলে প্রচুর সংখ্যায় মহিলাও পুলিশও রাস্তায় নামে। তবে বিক্ষোভ তুলতে নারাজ চাকরি প্রার্থীরা। সাফ বলছেন, “২০১৪ সালের পর পর ১০ বছর কেটে গিয়েছে। ২০১৪ সালের নোটিফিকেশনে বলা হয়েছিল গেজেট মেনে সম্পূর্ণ আপডেট সিটে নিয়োগ করা হবে। কিন্তু, কমিশন এখনও ১৪ হাজার ৩৩৯ পদের কথাই কমিশন বলে যাচ্ছে। কিছুই হচ্ছে না। আমরা চাই আমাদের আপডেট সিটের দাবিটা ভাল করে দেখা হয়। আমরা চাই আমাদের ইন্টারভিউ নিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হোক।”  

এদিকে হামাগুড়ি দিয়ে প্রতীকী প্রতিবাদের মধ্যে রাস্তাতেই শুয়ে পড়তে দেখা যায় বেশ কিছু মহিলাকে। তীব্র ক্ষোভ প্রকাশ করে এক মহিলা বললেন, “আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থী। আমাদের দাবি সমস্ত ভ্যাকেন্সি আপডেট করে সকল টেট পাশদের নিয়োগ করতে হবে। সে কারণেই আমাদের মহামিছিল। বিচারপতিদের কাছে আমাদের আবেদন যেন আমার বিষয়টি যেন মানবিক দিক থেকে দেখা হয়।” তিনি যখন এ কথা বলছেন তখন আর এক মহিলাকে রাস্তা থেকে কার্যত ধরে তুলে দিতে দেখা যায় পুলিশকে। খানিক আক্ষেপের সুরে তিনি বলেন, “আমাদের দুর্ভাগ্য যে বারবার আমাদের রাস্তায় নামতে হয়। মার খেতে হয়। কিন্তু, কীভাবে বাঁচব সেই উত্তর খুঁজে পাইনি আজও।”