Sougata Roy: ‘সমাজ বিরোধীদের TMC-র দরকার নেই, যাঁরা কাজ করছেন এখনও সামলে যাও’, বার্তা সৌগতর, ১৩ বছর পর বোধদয়? উঠছে প্রশ্ন

Sougata Roy: প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনায় গ্যাংস্টার জয়ন্ত সিংয়ের সঙ্গে একই মঞ্চ শেয়ার করছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছেলে, তাঁর পুত্রবধূ। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এই গ্যাংস্টারের সঙ্গে যোগ রয়েছে মদনের পরিবারের? কার ছত্রছায়াতেই বা এই দুষ্কৃতীর বাড়ন্ত?

Sougata Roy: 'সমাজ বিরোধীদের TMC-র দরকার নেই, যাঁরা কাজ করছেন এখনও সামলে যাও', বার্তা সৌগতর, ১৩ বছর পর বোধদয়? উঠছে প্রশ্ন
সৌগত রায়, তৃণমূল সাংসদ, দমদমImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2024 | 6:01 PM

কলকাতা: কয়েকদিন আগেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের পাশে বসে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছিলেন, “তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কোনও বড় প্রোমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না।” রবিবারও সেই একই বুলি সৌগতর গলায়। সমাজ বিরোধীদের উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি। সঙ্গে এও বলেন, “তৃণমূলের কোনও সমাজ বিরোধী দরকার নেই। কেউ তোলা চাইবে এটা মমতার সরকার হতে দেবে না।”

কী বলেছেন সৌগত? তৃণমূল সাংসদের কথায়, “কোনও সমাজ বিরোধীর ভোট আমরা চাই না। তাই যাঁরা সমাজ বিরোধীদের নিয়ে কাজ করছেন তাঁদের বলছি সামলে যাও। সামলে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন কিছু বলতে এসো না। মানুষ শান্তিতে থাকবে। নিজের কাজ করবে। কেউ তোলা চাইবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মেনে নেবে না।”

প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনায় গ্যাংস্টার জয়ন্ত সিংয়ের সঙ্গে একই মঞ্চ শেয়ার করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের ছেলে, তাঁর পুত্রবধূ। সেই ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এই গ্যাংস্টারের সঙ্গে যোগ রয়েছে মদনের পরিবারের? কার ছত্রছায়াতেই বা এই দুষ্কৃতীর বাড়ন্ত? শুধু তাই নয়, গ্যাংস্টারের সঙ্গে ছবি প্রকাশ্যে আসে তৃণমূল সাংসদেরও। প্রশ্ন ওঠা শুরু হয়। এরপর একদিন সৌগত বলেন, “অতীতে হয়ত কিছু ভুল হয়েছে…তবে সব কিছুর তো সময় থাকে? উল্টো রথের দিন সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে। সংশোধন করব। এরপর থেকে ভুল হবে না।” এ দিনও ঠিক সেই একই সুর শোনা গেল তৃণমূল সাংসদের গলায়। এরপরই বিরোধীদের প্রশ্ন, ১৩ বছর ক্ষমতায় থাকার পর এখন বোধদয়? বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, “তোলাবাজির বিরুদ্ধে উনি কী করে গলাবাজি করেন? জয়ন্ত সিং সঙ্গে যে ছবিগুলো রয়েছে তা তো ঝাপসা হয়ে যায়নি?”