Bratya Basu on MPhil: ‘রাজ্য তার শিক্ষানীতিতে চলবে’, এমফিল নিয়ে কেন্দ্রের ‘ফতোয়া’ মানতে নারাজ ব্রাত্য
Bratya Basu on MPhil: শিক্ষাদফতরের পরিষ্কার দাবি, ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়া আর মানা হবে না। রাজ্য তার শিক্ষানীতি অনুযায়ী চলবে। পুরো বিষয়টি জেনে তবেই পদক্ষেপ করবে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, "কেন্দ্রের এই ফতোয়া মানব না। এখানে আমাদের বিশেষজ্ঞরা যা বলেছেন সেই গাইডলাইন মেনে চলা হবে।"
কলকাতা: এবার এমফিল ডিগ্রির বৈধতা নিয়ে দ্বন্দ্ব বাধল কেন্দ্র ও রাজ্যের। বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মঞ্জুরি কমিশন। যেখানে স্পষ্ট উল্লেখ থাকে এই ডিগ্রির বৈধতা আর নেই। তাই যে সকল বিশ্ববিদ্যালয় এমফিল প্রোগ্রামের জন্য নতুন আবেদন চাইছে। তাদের মনে করানো হচ্ছে এমফিল ডিগ্রি কোনও স্বীকৃত ডিগ্রি নয়। আর এই নির্দেশ সামনে আসতেই বেঁকে বসেছে রাজ্যের উচ্চ-শিক্ষা দফতর।
শিক্ষাদফতরের পরিষ্কার দাবি, ইউজিসির চাপিয়ে দেওয়া ফতোয়া আর মানা হবে না। রাজ্য তার শিক্ষানীতি অনুযায়ী চলবে। পুরো বিষয়টি জেনে তবেই পদক্ষেপ করবে শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, “কেন্দ্রের এই ফতোয়া মানব না। এখানে আমাদের বিশেষজ্ঞরা যা বলেছেন সেই গাইডলাইন মেনে চলা হবে।”
প্রসঙ্গত, ২০২২-এর ৭ নভেম্বর এই নয়া প্রবিধান প্রকাশ করেছিল ইউজিসি। তারপরও, বিশ্ববিদ্যালয়গুলি এই কোর্স চালু রাখায়, এদিনের বিজ্ঞপ্তিতে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে অবিলম্বে এমফিল কোর্সে ভর্তি বন্ধ করতে বলা হয়েছে। সেই সঙ্গে, শিক্ষার্থীদেরও এমফিল কোর্সে ভর্তি না করার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলিতে এমফিল ডিগ্রি কোর্সের বৈধতা বাতিল করা হয়েছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকেও এমফিল কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল আরও একবার বিজ্ঞপ্তি প্রকাশ করে মঞ্জুরি কমিশন সেই বিষয়ে সতর্ক করে দেয়। তবে কেন্দ্র সতর্ক করে দেওয়ার পরও যে সকল বিশ্ববিদ্যালয়গুলি এমফিল কোর্সে ভর্তির জন্য আবেদন চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কি না সেই বিষয়ে অবশ্য কিছু জানায়নি ইউজিসি।