Mukul Roy joins TMC: জল্পনার অবসান, ঘাসফুলে ফুটল মুকুল
২০১৭-তে মুকুল রায় যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। চার বছরে বদলে গেল ছবি। আবার সম্ভবত ঘাসফুল শিবিরে ফিরছেন মুকুল।
কলকাতা: সব জল্পনার ইতি। চার বছর বাদে ফের মমতার পাশের আসনে দেখা গেল মুকুল রায়কে। তৃণমূলে ফিরলেন তিনি। বছর চারেক আগে তৃণমূলের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়কও হয়েছেন তিনি। কিন্তু ফল প্রকাশের পরই বদলে গিয়েছে ছবিটা। তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ক্রমশ বেড়ে চলায় তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা বাড়ে। শুক্রবার সেই জল্পনারই অবসান ঘটল।
সব আপডেট একনজরে: