Kamarhati Municipality: চাকরিরতদের তলব শুরু, নিজাম প্যালেসে ডাক কামারহাটি পুরসভার ১৮ কর্মীকে

CBI: রাজ্যের প্রায় ৬০টি পুরসভা এখনও অবধি তদন্তকারীদের আতস কাচের নীচে রয়েছে বলে সূত্রের খবর। ইডি অয়ন শীলকে গ্রেফতার করে জেরা করতে শুরু করার পরই এসব তথ্য উঠে আসতে শুরু করে বলে সূত্রের খবর।

Kamarhati Municipality: চাকরিরতদের তলব শুরু, নিজাম প্যালেসে ডাক কামারহাটি পুরসভার ১৮ কর্মীকে
কামারহাটি পুরসভা।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2023 | 5:59 PM

কলকাতা: এবার পুরনিয়োগ মামলায় তৎপরতা বাড়াচ্ছে সিবিআই। পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটি পুরসভার ১৮ জন কর্মীকে তলব করল সিবিআই। ২০১৪ সালের পর চাকরি পেয়েছেন এমন ১৮ জনকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। তাঁরা প্রত্যেকেই চাকরি করছেন। এই প্রথমবার পুর-মামলায় চাকরিরতদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজাম প্যালেসে আগামী ৩১ তারিখ তলব করা হয়েছে ওই ১৮ জনকে। এই তলব নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

কারণ, ইতিমধ্যেই একাধিক পুরসভার নিয়োগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছে। বিভিন্ন পুরসভায় নিয়োগে স্বজনপোষণ বা আর্থিক লেনদেনই প্রাধান্য পেয়েছে বলেও অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগ মামলায় অয়ন শীল গ্রেফতার হওয়ার পরই সামনে এসেছিল পুরনিয়োগে দুর্নীতির অভিযোগ। ২০১৮-১৯ অর্থবর্ষের আগে কলকাতা পুরনিগম ছাড়া রাজ্যের অন্য কোনও পুরসভা বা পুরনিগমে নিয়োগের ক্ষেত্রে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ভূমিকা ছিল না। কর্মী নিয়োগের ক্ষেত্রে সেই পুরসভার কমিটি বা চেয়ারম্যানের ভূমিকাই সবকিছু ছিল।

রাজ্যের প্রায় ৬০টি পুরসভা এখনও অবধি তদন্তকারীদের আতস কাচের নীচে রয়েছে বলে সূত্রের খবর। ইডি অয়ন শীলকে গ্রেফতার করে জেরা করতে শুরু করার পরই এসব তথ্য উঠে আসতে শুরু করে বলে সূত্রের খবর। পুরসভায় গ্রুপ সি, টাইপিস্ট, মজদুর নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি পিছু ছাড়েনি বলেই তদন্তে উঠে এসেছে। তালিকায় কামারহাটি, হালিশহর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভার নামও ছিল। ইতিমধ্যে পুরসভার আধিকারিকদের ডাক পড়েছে কলকাতায় সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে। এবার কর্মরতদের তলব। প্রথমেই নাম কামারহাটি পুরসভার।