Mysterious Death: গণধোলাইতেই মৃত্যু? খাস কলকাতার বুকে কী চলছিল সরকারি হস্টেলে

Kolkata Mysterious Death: ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার অন্তর্গত উদয়ন হোস্টেলে। ওই সরকারি হোস্টেলের ভিতর এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ছাত্রাবাসে গত কয়েকদিন ধরেই মোবাইল চুরির অভিযোগ উঠছিল। এরপর আজ সকালে ইরশাদ নামে বছর সাতচল্লিশের এক ব্যক্তি ওই হোস্টেলে ঢুকতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

Mysterious Death: গণধোলাইতেই মৃত্যু? খাস কলকাতার বুকে কী চলছিল সরকারি হস্টেলে
উদয়ন হোস্টেলে কী চলছিল?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 11:47 PM

কলকাতা: গত কয়েক দিন ধরেই বাংলার একাধিক জায়গায় ‘ছেলেধরা গুজবে’ গণধোলাইয়ের অভিযোগ উঠে এসেছে। এসবের মধ্যেই এবার খাস কলকাতায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকার অন্তর্গত উদয়ন হোস্টেলে। ওই সরকারি হোস্টেলের ভিতর এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ছাত্রাবাসে গত কয়েকদিন ধরেই মোবাইল চুরির অভিযোগ উঠছিল। এরপর আজ সকালে ইরশাদ নামে বছর সাতচল্লিশের এক ব্যক্তি ওই হোস্টেলে ঢুকতেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে সাড়ে ন’টা নাগাদ মুচিপাড়া থানায় একটি ফোন আসে। সেই ফোনে জানানো হয়, উদয়ন হোস্টেলে একজনকে আটকে রাখা হয়েছে। সেই খবর পেয়ে পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ইরশাদ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু বিকেলে হাসপাতালেই মৃত্যু হয় ইরশাদের। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেলগাছিয়ার বাসিন্দা ওই ব্যক্তি টিভি সারাইয়ের কাজ করেন। আজ সকালে ওই ব্যক্তি হস্টেলে ঢুকতেই এই কাণ্ড ঘটে বলে খবর।

কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির শরীরের নীচের অংশে গুরুতর আঘাত রয়েছে। আগামিকাল ইরশাদের দেহের ময়নাতদন্ত করা হবে। তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশকর্মীরা এই ঘটনা ১০-১২ জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি উদয়ন হোস্টেল সংলগ্ন একটি কেকের দোকানে সিসিটিভি ফুটেজের খোঁজ চালাচ্ছেন পুলিশকর্মীরা।

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উদয়ন হোস্টেলের এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে কয়েকজন রয়েছেন যাঁরা বিভিন্ন কলেজের ছাত্র, আবার বেশ কয়েকজন প্রাক্তন ছাত্রও রয়েছেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০/বি, ৩৬৫ ও৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।