Mysterious Light: বাংলার আকাশে উড়ল Agni 5? আলো-রহস্য ঘিরে জল্পনা তুঙ্গে
Mysterious Light: বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পরই এক রহস্যময় আলো দেখা যায় একাধিক জেলার আকাশ থেকে। আর এদিনই অগ্নি ৫ মিসাইল পরীক্ষা করেছে ভারত।
কলকাতা : শীতের সন্ধ্যায় এক অদ্ভুত আলো দেখে কার্যত চমকে গিয়েছে গোটা বাংলা। বিভিন্ন জেলার বাসিন্দারা বৃহস্পতিবার ওই আলো দেখতে পান। আলোর উৎস নিয়ে যখন জোর চর্চা চলছে, তার মধ্যেই জানা গেল, এদিনই শক্তিশালী অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ভারত। বিশেষজ্ঞদের মতে, এই রহস্যময় আলোর সঙ্গে ওই মিসাইল পরীক্ষার যোগ থাকতে পারে। পূর্ব পরিকল্পনামতো এদিন ওডিশা থেকে এই মিসাইল সফলভাবে উৎপেক্ষণ করা হয়েছে এদিন। আর তারপরই ওই অদ্ভুত আলো দেখা গিয়েছে বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর থেকে কলকাতা সর্বত্রই। যদিও আলোর উৎস আসলে মিসাইল কি না, তা এখনও স্পষ্ট নয়।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সাফল্যের সঙ্গে নাইট ট্রায়াল (রাতের অন্ধকারে পরীক্ষা) শেষ করেছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি। অন্ধকারেও শত্রুকে সঠিকভাবে নিশানা করে ক্ষেপণাস্ত্রটি এগিয়ে যেতে পারে কি না, সেটাই পরীক্ষা করে দেখা হয়েছে এদিন। জানা গিয়েছে, এই মিসাইলে আগের থেকে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
India today successfully carried out the night trials of the Agni-5 nuclear-capable ballistic missile which can hit targets beyond 5,000 kms: Defence sources pic.twitter.com/AniA4Xgzdy
— ANI (@ANI) December 15, 2022
সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে নতুন করে চিনের সঙ্গে সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে। সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। সেই আবহে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন ওডিশার আব্দুল কালাম দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।
উল্লেখ্য, এদিন সন্ধ্যার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় গুচ্ছ গুচ্ছ ছবি পোস্ট করেন রাজ্যের বিভিন্ন জেলার মানুষজন। এক রহস্যময় আলো দেখেই কৌতূহলবশত সেই ছবি পোস্ট করেন তাঁরা। অনেকেই জানিয়েছেন, প্রায় মিনিট তিনেক ধরে আকাশে দেখা গিয়েছে সেই আলো। এরপরই শুরু হয় জল্পনা। মহাকাশ বিশেষজ্ঞ দেবীপ্রসাদ দুয়ারী জানান, এটি উল্কাপাতের আলো হওয়া সম্ভব নয়। এরপরই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশ্যে আসে।