Video: বাঁকুড়া থেকে বসিরহাট, ভর সন্ধ্যায় রহস্যময় আলো দেখা গেল বাংলার আকাশে

Mysterious Light: সেই আলো চোখে পড়ার পর থেকে রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কোথা থেকে আলো এল, তা স্পষ্ট নয়।

Video: বাঁকুড়া থেকে বসিরহাট, ভর সন্ধ্যায় রহস্যময় আলো দেখা গেল বাংলার আকাশে
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 10:07 PM

কলকাতা : বাংলার আকাশে আলো রহস্য! বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে এমন এক আলো দেখা গিয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই এই আলো চোখে পড়েছে বলে জানা যাচ্ছে।

শীত পড়ার সঙ্গে সঙ্গে দিনের পরিধিও কমতে শুরু করেছে। বিকেল ৫ টার পর থেকেই কমতে শুরু করে সূর্যের আলো। আর এদিন বিকেল সাড়ে ৫ টার আশপাশে অর্থাৎ সন্ধ্যা নামার ঠিক পরই এই আলো দেখতে পান বিভিন্ন জেলার বাসিন্দারা। কেউ বলছেন কয়েক মুহূর্ত দেখা গিয়েছে ওই আলো, কেউ বলছেন আকাশে প্রায় তিন মিনিট ধরে আলো দেখা গিয়েছে। কেউ কেউ দৃশ্যটি মোবাইল বন্দি করার চেষ্টা করেন। অনেকেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইতিমধ্যেই।

যাঁরা ওই দৃশ্য চোখে দেখেছেন, তাঁরা জানিয়েছেন, আলোর তীব্রতা ছিল অত্যন্ত বেশি, দেখতে অনেকটা সার্চ লাইটের মতো। আলোর ফোকাস ছিল ওপরের দিকে। অন্ধকার আকাশ রীতিমতো আলোকিত হয়ে যায় কয়েক মিনিটের জন্য। সোশ্যাল মিডিয়ায় ওই সব ছবি চোখে পড়ার পর থেকেই নানা জল্পনার কথা বলছেন অনেকে। কেউ বলছেন, হতে পারে উল্কাপাত। আবার কেউ মনে করছেন কোনও বিমানে আগুন লেগে গিয়ে থাকতে পারে। একটিই সোর্স বা উৎস থেকে আলো বেরচ্ছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত আলোর উৎস সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।

কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারীর সঙ্গে TV9 বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এই মুহূর্তে কলকাতায় নেই। তবে ছবি দেখে তাঁর মনে হয়েছে, এটি কোনও উল্কাপাত নয়। দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন, উল্কাপাতে সাধারণত এত তীব্র আলো দেখা যাওয়ার কথা নয়। এ ছাড়া উল্কাপাত হয় কয়েক মুহূর্তের জন্য, তাই এতগুলি জায়গা থেকে একসঙ্গে প্রায় ৩ মিনিটের জন্য সেই দৃশ্য দেখা যাওয়া সম্ভব নয় বলেই মনে করছেন তিনি।