KIFF: অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়া উচিত, দাবি মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতি চলচ্চিত্র মঞ্চের প্ল্যাটফর্মে বাংলার সঙ্গে মুম্বই সংযুক্ত হয়েছে বলেও এদিন দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জী, শত্রুঘ্ন সিনহা থেকে কুমার শানু, অরিজিৎ সহ সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

KIFF: অমিতাভ বচ্চনকে 'ভারতরত্ন' দেওয়া উচিত, দাবি মুখ্যমন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Dec 15, 2022 | 8:35 PM

কলকাতা: দু-বছর পর কোভিড-আতঙ্ক কাটিয়ে ফের জমজমাট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসল চাঁদের হাট। আর এই মঞ্চ থেকেই ফিল্মি লিজেন্ড অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যেমন বাংলা চলচ্চিত্র জগতের কলাকুশলীরা উপস্থিত ছিলেন, তেমনই বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন,বাদশা শাহরুখ খান সহ জয়া বচ্চন, রানি মুখার্জী, শত্রুঘ্ন সিনহা সহ অনেকেই উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই অমিতাভ বচ্চনকে ‘লিজেন্ড’ তকমা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি মনে করি, অমিতাভ বচ্চন লিভিং লিজেন্ড। তিনি ভারতের আইকন। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত।”

সিনেমা জগতের ইতিহাস টেনে মুখ্যমন্ত্রী আরও বলেন, “যদিও অফিসিয়ালি নয়, তবু আমরা বাংলা থেকে আওয়াজ তুলব, ভারতরত্ন অমিতাভজি। তাঁকে ভারতরত্ন দেওয়া উচিত। তিনি দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করেছেন, তিনি মানুষ হিসাবেও অনেক বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।”

কলকাতা আন্তর্জাতি চলচ্চিত্র মঞ্চের প্ল্যাটফর্মে বাংলার সঙ্গে মুম্বই সংযুক্ত হয়েছে বলেও এদিন দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুম্বই থেকে আগত অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জী, শত্রুঘ্ন সিনহা থেকে কুমার শানু, অরিজিৎ সহ সকলকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা প্রত্যেকে প্রতি বছর চলচ্চিত্র উৎসবে এখানে আসবেন।” বাংলা একদিন হলিউড দখল করবে এবং বাংলা মাথা নীচু করে না, মানবতার জন্য, একতার জন্য লড়াই করে বলেও দাবি জানান মুখ্যমন্ত্রী। এদিন প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় সহ লতা মঙ্গেশকর, কেকে-র প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।