Malda: মালদহে আসছে জাতীয় মহিলা কমিশনের দল, ঘটনার নিন্দায় সিপিএম নেত্রী বৃন্দা কারাটও

Maldah: অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএমের কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাটও। সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যতই তৃণমূলের সঙ্গে এক মঞ্চে থাকুক না কেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের অবস্থান ক্রমাগত স্পষ্ট করছে।

Malda: মালদহে আসছে জাতীয় মহিলা কমিশনের দল, ঘটনার নিন্দায় সিপিএম নেত্রী বৃন্দা কারাটও
রেখা শর্মা। Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 8:15 PM

কলকাতা: দুই মহিলাকে নগ্ন করে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে উত্তাল মালদহের বামনগোলা। একটি ভিডিয়ো সামনে এসেছে। যদিও তার সত্যতা টিভিনাইন বাংলা যাচাই করেনি। তবে এই ঘটনার নিন্দায় সরব হয়েছে জাতীয় মহিলা কমিশন বা এনসিডব্লু (National Commission for Women)। এনসিডব্লুর টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে শনিবার। সেখানে বলা হয়েছে, ‘পশ্চিমবঙ্গের মালদহে আদিবাসী মহিলার উপর যে নির্মম অত্যাচার হয়েছে তা গুরুত্ব দিয়ে দেখা দরকার। এনসিডব্লু দ্রুত ব্যবস্থা চায়। পুলিশকে আইপিসি মেনে দোষীদের গ্রেফতার করার জন্য বলা হচ্ছে।’

এনসিডব্লু প্রধান রেখা শর্মা বলেন, “গত কয়েকদিনে এরকম একাধিক ঘটনা সামনে এসেছে। এক মহিলাকে নগ্ন করে মারধর করা হয়েছে। পুরুষ মহিলা সকলে ছিলেন সেখানে। আমি একটি দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। ওরা বলছে ওই দুই মহিলার কোনও খবর নেই। ওনারা কোথায় আছেন জানা নেই। পুলিশ ওনাদের মেডিক্যাল করেনি। যারা করেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারের কোনও উদ্যোগও নেই। পরিবার চিন্তিত। জাতীয় মহিলা কমিশন সুয়োমোটো নিচ্ছে। আমার টিম ওখানে যাবে। সমস্যা একটাই ওখানে পুলিশ কিছু করছে না।”

অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিএমের কেন্দ্রীয় নেত্রী বৃন্দা কারাটও। সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে যতই তৃণমূলের সঙ্গে এক মঞ্চে থাকুক না কেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের অবস্থান ক্রমাগত স্পষ্ট করছে। এর আগে সিপিএমের রাজ্য নেতৃত্ব মালদহের ঘটনার তীব্র নিন্দা করেছে। এবার কেন্দ্রীয় নেতৃত্বও মুখর।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বৃন্দা কারাট বলেন, “এক আদিবাসী মহিলাকে অন্য মহিলারা মারছেন, নগ্ন করছেন। অত্যন্ত নিন্দনীয়। যেখানে এই ঘটনা সেখানে বিজেপির একজন সাংসদ আছেন। তবে মমতার সরকারের আইনের যে দুর্বল দিক, তাও এই ঘটনা প্রমাণ করে। তবে বিজেপির আইটি সেল এই ঘটনাকে মণিপুরের ঘটনার সঙ্গে তুলনা করে মণিপুরের ঘটনার ভয়ঙ্করতাকে লঘু করার চেষ্টা করছে। এটাও নিন্দনীয়।”