Abhishek Banerjee: সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট
Abhishek Banerjee: শুক্রবার আবারও সেই মামলার শুনানি ছিল। তাতে সুপ্রিম কোর্টের থেকে জানানো হয়েছে, ওই মামলায় সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া যাবে না।
নয়া দিল্লি : কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে দিল্লিতে ইডির অফিসেও ডেকে পাঠানো হয়েছিল অভিষেককে। শুধু অভিষেকই নন, তাঁর স্ত্রী রুজিরাকেও ডেকে পাঠানো হয়েছিল ইডির দিল্লির অফিসে। বার বার দিল্লি অফিসে ডেকে পাঠানোর বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। আবেদন করেছিলেন, যাতে প্রয়োজন হলে কলকাতায় ইডির অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলা দিল্লি হাইকোর্ট হয়ে গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আগে থেকেই সেই মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার আবারও সেই মামলার শুনানি ছিল। তাতে সুপ্রিম কোর্টের থেকে জানানো হয়েছে, ওই মামলায় সোমবার পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। আগামী সোমবার এই সংক্রান্ত মামলার ফের একবার শুনানি রয়েছে।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর পরিবারকে একাধিকবার তলব করা হয়েছিল ইডির দিল্লি অফিসে। সেই পদক্ষেপের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য ছিল, তাঁকে দিল্লির বদলে কলকাতায় ইডির অফিসে ডেকে যাতে জিজ্ঞাসাবাদ করা হয়। উল্টো দিকে ইডির তরফ থেকেও যুক্তি ছিল, তিনি একজন সাংসদ। সেই হিসেবে, দিল্লিতেও তাঁর একটি ঠিকানা রয়েছে। দুই পক্ষের বক্তব্য শোনার পর দিল্লি হাইকোর্টের নির্দেশ অভিষেকের বিপক্ষেই গিয়েছিল। এরপর অভিষেক বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতে ইতিমধ্যেই সেই মামলা চলছে। তারই মধ্যে শীর্ষ আদালতের থেকে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানানো হয়, অভিষেককে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করবে ইডি।
সুপ্রিম কোর্টের সেই অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী শুক্রবার কলকাতায় ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরই মধ্যে অভিষেক-ইডি ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে এবং ততক্ষণ পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। উল্লেখ্য এই বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টুইটও করেছেন।
Abhishek Banerjee’s SC matter related to ED case..
Heard. Kept for hearing next Monday. Court told nothing will happen till Monday.
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 2, 2022