COVID 19 : করোনায় মৃত্যুহীন রাজ্য, কলকাতাতেও সংক্রমণ নামল ১০০-র নীচে
COVID 19: সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭০ জন। তবে স্বস্তির খবর, এদিন রাজ্যে করোনায় কারও মৃত্যু হয়নি।
কলকাতা : রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। প্রতিদিনই একটু একটু করে কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭০ জন। তবে স্বস্তির খবর, এদিন রাজ্যে করোনায় কারও মৃত্যু হয়নি। পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন অনেকে। শেষ ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৫৮ জন।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –
কলকাতা – সোমবার আক্রান্ত হয়েছেন ৭৯ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৫০।
উত্তর ২৪ পরগনা – সোমবার আক্রান্ত হয়েছেন ৮০ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯১।
দক্ষিণ ২৪ পরগনা – সোমবার আক্রান্ত হয়েছেন ১৯ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩২।
হাওড়া – সোমবার আক্রান্ত হয়েছেন ১৪ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৭।
নদিয়া – সোমবার আক্রান্ত হয়েছেন ৮ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৬।
পশ্চিম বর্ধমান – সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২২।
পশ্চিম মেদিনীপুর- সোমবার আক্রান্ত হয়েছেন ৬ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৪।
দার্জিলিং- সোমবার আক্রান্ত হয়েছেন ২ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭।
বীরভূম – সোমবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৯।
পূর্ব বর্ধমান- সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৮।
পূর্ব মেদিনীপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭।
জলপাইগুড়ি – সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯।
মুর্শিদাবাদ- সোমবার আক্রান্ত হয়েছেন ২ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭।
মালদহ – সোমবার কেউ আক্রান্ত হননি। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৭।
উত্তর দিনাজপুর – সোমবার কেউ আক্রান্ত হননি। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৩।
আলিপুরদুয়ার – সোমবার আক্রান্ত হয়েছেন ৩ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২।
বাঁকুড়া – সোমবার কেউ আক্রান্ত হননি। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৪।
দক্ষিণ দিনাজপুর – সোমবার আক্রান্ত হয়েছেন ৫ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯।
পুরুলিয়া – সোমবার আক্রান্ত হয়েছেন ৭ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ৯।
ঝাড়গ্রাম – সোমবার আক্রান্ত হয়েছেন ৮ জন। রবিবার কেউ আক্রান্ত হননি।
কোচবিহার – সোমবার আক্রান্ত হয়েছেন ১ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১।
কালিম্পং – সোমবার কেউ আক্রান্ত হননি। রবিবারও কেউ আক্রান্ত হননি।
হুগলি – সোমবার আক্রান্ত হয়েছেন ১৭ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২৫।