Suvendu Adhikari: ‘কেউ পুলিশের প্রোফর্মা ফিলাপ করবেন না’, রামনবমী নিয়ে হঠাৎ কেন এই সতর্কবার্তা শুভেন্দুর
Suvendu Adhikari: প্রসঙ্গত, কয়েকদিন কয়েকদিন আগেই শুভেন্দু বলেছিলেন এবারের রাম নবমীতে ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। কেন এবারের রামনবমী অন্যবারের থেকে ‘আলাদা’, ‘বিশেষ’ সেই ব্যখ্যাও দিতে দেখা যায় তাঁকে।

কলকাতা: হাতে বাকি এখনও বেশ কিছুটা সময়। কিন্তু, তার আগেই রামনবমী নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার ফের একবার রণহুঙ্কার দিতে দেখা গেল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এমনকী মমতা প্রশাসনকে কাঠগড়ায় তুলে পুলিশের ‘ভূমিকা’ নিয়েও করলেন ‘সতর্ক’। পুলিশের তরফে যে প্রোফর্মা দেওয়া হচ্ছে তা ফিলাপ না করার ‘অনুরোধ’ করলেন। শুভেন্দুর সাফ কথা, “আমরা ইতিমধ্যেই পুলিশের তরফে একটি প্রোফর্মা পেয়েছি। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রোফর্মা কেউ ফিলাপ করবেন না। প্রোফর্মাতে কমিটির নাম, পুজোর স্থান, সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, শোভাযাত্রা হবে কিনা, হলে যাত্রাপথ জানতে চাইছে। একইসঙ্গে বলছে ওই রুটে অন্য ধর্মের কোনও প্রতিষ্ঠান আছে কিনা, মুসলিম মহল্লার নাম, পুলিশ চাইছে।” এখানেই সিঁদুরে মেঘ দেখছেন শুভেন্দু।
এখানেই না থেমে আশঙ্কার কথা জানিয়ে শুভেন্দু আরও বলেন, “জমায়েতের বিষয়ে জানতে চাইছে।একইসঙ্গে ওই পুজোতে কারা গন্ডোগোল-ঝামেলা করতে পারে তাঁদের নাম ও ফোন নম্বর চাইছে। মানে পুজোর আয়োজকদের মধ্যে যাঁরা ঝামেলা করতে পারে তাঁদের নাম-ফোন নম্বর চাইছে। একইসঙ্গে পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর চাইছে।”
প্রসঙ্গত, কয়েকদিন কয়েকদিন আগেই শুভেন্দু বলেছিলেন এবারের রাম নবমীতে ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে। কেন এবারের রামনবমী অন্যবারের থেকে ‘আলাদা’, ‘বিশেষ’ সেই ব্যখ্যাও দিতে দেখা যায় তাঁকে। সাফ বলেন, “রাম মন্দির প্রতিষ্ঠার পরে এবার দ্বিতীয় রামনবমী। এবার তা যখন হচ্ছে ততদিনে মহাকুম্ভে অমৃত স্নান করে ফেলেছে ৬৬ কোটি হিন্দু। এই বছর হিন্দুদের কাছে গর্বের, শৌর্যের। তাই এ বছর রাম নবমী অত্যন্ত আনন্দের সঙ্গে, বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে পালন করার আবেদন করছি।” এরপরই পুলিশের উদ্দেশ্যে তাঁর বার্তা, “পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে যদি পড়েন তাহলে খেসারত আপনাকে দিতে হবে।”





