সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, বাড়ছে সময়ও
Kolkata Metro: সোমবার থেকে ৫২ জোড়া অর্থাৎ ১০৪ টি মেট্রো চলবে কলকাতায়। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
কলকাতা: ধাপে ধাপে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। বর্তমানে কলকাতায় প্রতিদিন ৪৫ জোড়া মেট্রো চলছে। আগামী সোমবার থেকে ৫২ জোড়া মেট্রো চলবে বলে জানা গিয়েছে। মেট্রোর সময়ও বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ। সোমবার থেকে প্রতিদিন ৫২ জোড়া অর্থাৎ ১০৪ টি করে মেট্রো চলবে। জরুরি পরিষেবা সহ বেশ কিছু ক্ষেত্রে যুক্ত থাকা কর্মীদের যাতায়াতের জন্য মেট্রো চালানো হচ্ছে। আর সেই কর্মীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তাই মেট্রোর মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে, সে কথা মাথায় রেখেই মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত।
মেট্রোর সময়সীমাও বাড়ানো হয়েছে কিছুটা। সকাল ৭ টা থেকে দুপুর সাড়ে ১১ টা পর্যন্ত ৮ মিনিট অন্তর চলবে মেট্রো। সাড়ে ১১ টা থেকে বিকেল ৩ টে ১৫ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আবার ৩ টে ১৫ থেকে মেট্রো চালু হবে। বর্তমানে সাড়ে ৩ টে থেকে দ্বিতীয় পর্বের মেট্রো পরিষেবা চালু হয়, অর্থাৎ সেই সময় ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। বর্তমানে দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে সন্ধে ৭ টায়। সোমবার থেকে সেই শেষ মেট্রো ছাড়বে ৭ টা ১৫ তে।
আরও পড়ুন: ঋণ দেওয়ার নামে আসত ফোন, টাকা নিয়েই বেপাত্তা! শতাধিক কর্মীকে নিয়ে শহরের বুকে চলছিল প্রতারণা চক্র
সংখ্যা বাড়ানো হলেও এখনও সর্বসাধারণের জন্য মেট্রো পরিষেবা খুলে দেওয়া হয়নি। যাঁরা মেট্রোতে যাতায়াত করতে পারেন তাঁরা হলেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পশু চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে জড়িত কর্মীরা, আদালতের কর্মী, বিদ্যুৎ ও পানীয় জল সংক্রান্ত পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, ব্যাঙ্ককর্মী, হোম, সংশোধনাগারের কর্মীরা, টেলিকম পরিষেবা, দমকল, বিপর্যয় মোকাবিলা দফতরে কর্মরত ব্যক্তিরা, স্যানিটাইজেশন, বীমা, সংবাদমাধ্যম, নিকাশি ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরা। এখনও পর্যন্ত টোকেন সিস্টেম চালু না হওয়ায় স্মার্ট কার্ডেই যাতায়াত করতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা। সমস্ত কোভিড প্রোটোকল মেনেই মেট্রোয় যাতায়াত করতে হবে যাত্রীদের।