শুভেন্দুর অফিসের সামনে ছেঁড়া তৃণমূলের পোস্টার, আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ

আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দাহ করা হয় কুশপুতুল। ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল।

শুভেন্দুর অফিসের সামনে ছেঁড়া তৃণমূলের পোস্টার, আমহার্স্ট স্ট্রিট থানায় বিক্ষোভ
শুভেন্দু অধিকারীর শুকিয়া স্ট্রিটের অফিসের সামনে তৃণমূলের ছেঁড়া পোস্টার
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 12:52 PM

কলকাতা: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) শুকিয়া স্ট্রিটের অফিসের সামনে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা। আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দাহ করা হয় কুশপুতুল। ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল।

শুভেন্দু অধিকারীই এখন রাজনীতির সবচেয়ে চর্চিত নাম। শুক্রবার মেদিনীপুরে অমিত শাহর সভায় তাঁর যোগদানেরও সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে গত ১৭ ডিসেম্বর শুকিয়া স্ট্রিটে শুভেন্দু অধিকারীর অফিসের সামনে ও আশেপাশের রাস্তায় তৃণমূলের পোস্টার পড়ে। সেগুলিতে লেখা ছিল ‘আমরা দিদির অনুগামী। আমরা গর্বিত।’

আরও পড়ুন: ভাঙড়ে ভয়াবহ আগুন, দুই কর্মীকে বাঁচাতে গিয়ে পুড়ে মৃত্যু মালিকেরও

শুভেন্দুর উদ্দেশেও কয়েকটি প্রশ্ন ছুড়ে পোস্টার পড়েছিল। শুক্রবার সকালেই সেই পোস্টারগুলি ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। কুণাল ঘোষের নেতৃত্বে এলাকায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। আমহার্স্ট স্ট্রিট থানার সামনেও বিক্ষোভ চলে বেশ কিছুক্ষণ। কুশপুতুল দাহ করা হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরাই উদ্দেশ্য প্রণোদীতভাবে এই কাজ করেছে। যদিও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।