Dumdum deadbody Recover: সোনার গহনার লোভেই কি এমন পরিণতি? দমদমে বৃদ্ধার রহস্য মৃত্যুতে উঠছে প্রশ্ন

Dumdum: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধ দম্পতি মুনমুন পাল ও তাঁর স্বামী শুধুমাত্র বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে বাগানের মালি না আসায় তিনদিন আগে বাড়ির বাগান ও আবর্জনা পরিস্কার করার জন্য একজনকে নিয়ে আসেন ওই দম্পতি।

Dumdum deadbody Recover: সোনার গহনার লোভেই কি এমন পরিণতি? দমদমে বৃদ্ধার রহস্য মৃত্যুতে উঠছে প্রশ্ন
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 6:25 AM

দমদম: স্বামীর সঙ্গে থাকতেন শ্বশুরবাড়িতে। নিত্যদিনের মতোই কাজে ব্যস্ত ছিলেন বৃদ্ধা মহিলা। কিন্তু তারপরই ঘটল অঘটন। রহস্যজনকভাবে মৃত্যু হল তাঁর। দমদমে (Dumdum) বৃদ্ধার রহস্যজনকভাবে মৃত্যু। ভাড়ি কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করায় মৃত্যু বলে পরিবার সূত্রে খবর। মৃত বৃদ্ধার নাম মুনমুন পাল। বয়স ৬২। দমদমের মর্ডিকাই লেনের বাসিন্দা তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধ দম্পতি মুনমুন পাল ও তাঁর স্বামী শুধুমাত্র বাড়িতে থাকতেন। দীর্ঘদিন ধরে বাগানের মালি না আসায় তিনদিন আগে বাড়ির বাগান ও আবর্জনা পরিস্কার করার জন্য একজনকে নিয়ে আসেন ওই দম্পতি। এরপর শনিবার বিকালে আচমকায় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা আসলে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মুনমুন পাল। হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর কাজের লোককে সেই সময় দেখা যায়নি। এমনকী বৃদ্ধার হাতের সোনার চুড়িও ছিল না। সোনার গহনার লোভে বৃদ্ধার মাথায় ভাড়ি কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অনুমান। গোটা ঘটনায় আতঙ্কে এলাকার সাধারণ মানুষ। তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।