Tala: রাতে ঘরে একাই ছিলেন শাশুড়ি, পরদিন সকালে জামাই এসে দেখেন ভয়ঙ্কর দৃশ্য!
Crime: সব সময় প্রচুর সোনার গয়না পরে থাকতেন পদ্মা মণ্ডল। সেই সমস্ত গয়না হাতাতেই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের।
কলকাতা: কালী পুজোর রাতে বাড়িতে ছিলেন একাকী বৃদ্ধা। অভিযোগ, এক দল দুষ্কৃতী ঘরে ঢুকে বেধড়ক মারধর করে তাঁকে। একই সঙ্গে বাড়িতে চলে লুঠপাট। আহত অবস্থায় ওই বৃদ্ধাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। টালা থানার খেলাতবাবু লেনের ঘটনা।
জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম পদ্মা মণ্ডল। বৃহস্পতিবার রাত দেড়টা পর্যন্ত মেয়ে ও জামাই বৃদ্ধার সঙ্গেই ছিলেন বলেই পুলিশ সূত্রে খবর। এরপরই লুঠপাটের ঘটনা ঘটে। শুক্রবার সকালে খেলাতবাবু লেনের ওই বাড়িতে তদন্তে আসে পুলিশ। গোটা বাড়ি ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন স্থানীয়দের সঙ্গেও।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালের পদ্মাদেবীর জামাই সুনীল সাউয়ের মা শান্তা সাউ সেখানে পৌঁছন। শান্তা সাউ বলেন, “ছেলে, ছেলের বউ নিবেদিতা, নাতি রাত দেড়টার সময় বাড়িতে যায়। তখন রাত দেড়টা বাজে। রাতে আমার বাড়িতেই ছিল ওরা। এমনিতে ছেলে এখানে শ্বশুরবাড়িতেই থাকে। আমাদের দিওয়ালিতে বড় করে পুজো হয়। সে কারণেই নাতিকে নিয়ে ছেলে, বৌমা বাড়ি গিয়েছিল।”
শান্তাদেবী জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বাড়িতে ছিল ছেলে। রাতে প্রদীপ জ্বালাবে বলে শ্বশুরবাড়িতে যায়। শান্তা সাউ বলেন, “আজ সকাল আটটা নাগাদ ছেলে এসে দেখে দরজা খোলা। শাশুড়ি পড়ে রয়েছে। জিনিসপত্র ঘরে সব ছেটানো। উনি সবসময় অনেক গয়না পরে থাকতেন। সে সব কিছুই নেই ওনার গায়ে। ওনাকে যথেষ্ট মারধর করা হয়েছে। কান ফেটে গিয়েছে। চোখ একটা বন্ধ হয়ে গিয়েছে।”
সুনীল সাউয়ের বাড়ি উল্টোডাঙায়। সেখানেই কোয়ার্টারে থাকেন তাঁর মা-বাবা। শান্তাদেবী বলেন, সকালে ছেলে এসে সমস্ত ঘটনা স্ত্রী নিবেদিতাকে ফোনে জানান। এরপরই কান্নাকাটি শুরু করেন নিবেদিতা। শান্তাদেবীর ছোট ছেলে বাড়িতে ছিলেন। তাঁকেও ডেকে নেন সুনীল বলে দাবি শান্তা সাউয়ের।
শান্তা সাউ জানান, “এসব শুনে বৌমা কাঁদতে শুরু করে। এরপরই আমি , আমার স্বামী আর বৌমাকে নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসি। দেখলাম খুব মারধর করা হয়েছে।” নানা প্রশ্ন উঠছে এই ঘটনা ঘিরে। ইতিমধ্যেই পুলিশ দফায় দফায় ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেছে বিষয়টি। পরিচিত কেউ এই ঘটনায় যুক্ত নাকি অন্য কোনও কিছুই এই ঘটনার পিছনে রয়েছে সব দিক খোলা রেখে তদন্ত করা হচ্ছে।
ওই বৃদ্ধার পরিজনদের দাবি, সব সময় প্রচুর সোনার গয়না পরে থাকতেন পদ্মা মণ্ডল। সেই সমস্ত গয়না হাতাতেই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে একই সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও জটিলতার কারণে এমন ঘটনা কি না তা নিয়েও প্রশ্ন রয়েছে। তদন্তকারীরা মেয়ে ও জামাইয়ের সঙ্গেও কথা বলবে। তবে উৎসবের রাতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন: Subrata Mukherjee Passes Away: মিছিল করে কেওড়াতলা পর্যন্ত প্রিয় সুব্রতদাকে এগিয়ে দিল অগণিত গুণমুগ্ধ