কলকাতা: ধীরে ধীরে কাটছে উদ্বেগের মেঘ। বিগত কয়েকদিন ধরে নিম্নমুখী বাংলার করোনা সংক্রমণ(Corona infection)। তবে সোমবারের তুলনায় মঙ্গলবার আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়েছে। সোমবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৬। মঙ্গলবার রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৩। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪ জন। পজেটিভিটি রেট(Positivity rate) দাঁড়িয়েছে ৭.৪৮ শতাংশ।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…
কলকাতা – মঙ্গলবার আক্রান্ত ২১০ জন। সোমবার আক্রান্ত ৭৯।
উত্তর ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ১৭৩ জন। সোমবার আক্রান্ত ৭৪।
দক্ষিণ ২৪ পরগনা – মঙ্গলবার আক্রান্ত ৩৫ জন। সোমবার আক্রান্ত ২৩।
হাওড়া – মঙ্গলবার আক্রান্ত ২৭ জন। সোমবার আক্রান্ত ১৪ ।
নদিয়া – মঙ্গলবার আক্রান্ত ১২ জন। সোমবার আক্রান্ত ১৩।
পশ্চিম বর্ধমান – মঙ্গলবার আক্রান্ত ২৫ জন। সোমবার আক্রান্ত ১৯ ।
পশ্চিম মেদিনীপুর- মঙ্গলবার ২২ আক্রান্ত জন। সোমবার আক্রান্ত ১৯ ।
দার্জিলিং- মঙ্গলবার আক্রান্ত ১৭ জন। সোমবার আক্রান্ত ১১।
বীরভূম- মঙ্গলবার আক্রান্ত ৯৪ জন। সোমবার আক্রান্ত ৩৮।
পূর্ব বর্ধমান- মঙ্গলবার আক্রান্ত ৩৩ জন। সোমবার আক্রান্ত ১২ ।
পূর্ব মেদিনীপুর – মঙ্গলবার আক্রান্ত ৮ জন। সোমবার আক্রান্ত ২ ।
জলপাইগুড়ি – মঙ্গলবার আক্রান্ত ৩৪ জন। সোমবার আক্রান্ত ১০।
মুর্শিদাবাদ- মঙ্গলবার আক্রান্ত ১০ জন। সোমবার আক্রান্ত ৫।
মালদহ – মঙ্গলবার আক্রান্ত ২৭ জন। সোমবার আক্রান্ত ১৪।
উত্তর দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৩১ জন। সোমবার আক্রান্ত ০।
আলিপুরদুয়ার – মঙ্গলবার আক্রান্ত ২ জন। সোমবার আক্রান্ত ১৬।
বাঁকুড়া – মঙ্গলবার আক্রান্ত ১৭ জন। সোমবার আক্রান্ত ৪।
দক্ষিণ দিনাজপুর – মঙ্গলবার আক্রান্ত ৮ জন। সোমবার আক্রান্ত ২১ ।
পুরুলিয়া – মঙ্গলবার আক্রান্ত ২২ জন। সোমবার আক্রান্ত ১৯ ।
ঝাড়গ্রাম – মঙ্গলবার আক্রান্ত ১২ জন। সোমবার আক্রান্ত ১।
কোচবিহার – মঙ্গলবার আক্রান্ত ২৩ জন। সোমবার আক্রান্ত ২০।
কালিম্পং – মঙ্গলবার আক্রান্ত ১২ জন। সোমবার আক্রান্ত ২।
হুগলি – মঙ্গলবার আক্রান্ত ২৯ জন। সোমবার আক্রান্ত ২০।