দলেই থাকছেন কি? শুভেন্দু কী বলেন নজর সেদিকেই
সম্প্রতি দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক যে জায়গায় গিয়েছিল, তাতে এই তরজা রাতারাতি মিটে গেল তা বলার সময় এখনও আসেনি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
TV9 বাংলা ডিজিটাল: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তৃণমূল (Trinamool Congress) শীর্ষ নেতৃত্বের মঙ্গলবারের বৈঠকের পর এখন সবার কৌতূহল নন্দীগ্রামের বিধায়কের চূড়ান্ত অবস্থান নিয়ে। বৈঠকের পর দলের তরফে মঙ্গলবার রাতেই দাবি করা হয়, শুভেন্দু দলেই রয়েছেন এবং থাকছেন। বর্ষীয়ান নেতা সৌগত রায় অবশ্য এও জানিয়েছিলেন, দু’ একদিনের মধ্যেই শুভেন্দু তাঁর মতামত প্রকাশ্যে স্পষ্ট করে দিতে পারেন। অধিকারী বাড়ির কর্তা শিশির অধিকারী এই বৈঠকের নির্যাস নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সরাসরি শুভেন্দুর মতামত জানা যায়নি। তাই শুভেন্দুর অবস্থান জানতে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: সারদা-তদন্তে দেবযানীকে সাহায্য করতে হবে আগে, তারপর জামিনের আবেদন শোনা হবে: হাইকোর্ট
মঙ্গলবারের বৈঠকে মোবাইল ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে উপস্থিত নেতৃত্ব। সূত্রের খবর, সে সময় মোবাইল ফোনের স্পিকারটি অন করা ছিল। দলনেত্রী সবাইকে একসঙ্গে চলার বার্তা দেন। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়েছে। এবং সেগুলি মিটেও গিয়েছে। এদিন বৈঠকে শুভেন্দু কোনও শর্ত রাখেননি বলেও দাবি তাদের। একেবারে ঘরোয়া আবহে খোলামেলা আলোচনা হয়েছে। কিন্তু দলেরই আরও একটি সূত্রের বক্তব্য, রাজনীতিতে চিরস্থায়ী বলে কিছু হয় না। ফলে একসঙ্গে পথ চলতে গিয়ে সমস্যা হলে অবস্থার প্রেক্ষিতে তার সমাধান করতে হয়।
আজ, বুধবার রাজনৈতিক মহলের নজর থাকবে পূর্ব মেদিনীপুরের অধিকারীদের দিকেই। আগামী ৭ নভেম্বর মেদিনীপুর কলেজ মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হওয়ার কথা। সেই সভায় দুই মেদিনীপুরের সমস্ত বিধায়ককেই আসতে বলা হয়েছে। মমতার মঞ্চে দলের ঐক্যবদ্ধ চেহারা দেখা যাবে কি না এ নিয়েও এখন বিস্তর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে।
আরও পড়ুন: মঙ্গলময়ের ইচ্ছায় তৃণমূল-শুভেন্দু সমস্যা মিটে যাক চেয়েছিলাম, এখন ভাল লাগছে: শিশির অধিকারী
গত কয়েকদিনে শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের অন্দরমহল সরগরম। বিধানসভা ভোটের মুখে এ ধরনের পরিস্থিতি দলের জন্য যথেষ্ট অস্বস্তির। বিরোধী শিবিরকে অতিরিক্ত অক্সিজেন জোগানোর সমান। দ্রুত এই সমস্যার নিষ্পত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের এক গোপন বৈঠক বসে উত্তর কলকাতায়। এই বৈঠক নিয়ে আগাম কোনও আঁচই পেতে দেয়নি দল। মঙ্গলবার দুপুরের পর হঠাৎ খবর ছড়ায় পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দুর গাড়ি কলকাতার দিকে রওনা দিয়েছে। প্রায় রাত ১০টা নাগাদ জানা যায়, উত্তর কলকাতায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন শুভেন্দু অধিকারী। রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলের ভোট কুশলী প্রশান্ত কিশোর। বৈঠক শেষে সৌগত রায়ই জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। শুভেন্দু তৃণমূলে ছিলেন, তৃণমূলেই আছেন।
আরও পড়ুন: একুশের আগেই এক্সট্রা মাইলেজ! নেতাজীর স্মরণে মাঝেরহাট ব্রিজের নতুন নাম ‘জয় হিন্দ’ করল মমতা সরকার
সংসারে বিরোধ হলে তা মিটিয়ে ফের নতুন করে শুরু করাই ধর্ম। কিন্তু সম্প্রতি দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক যে জায়গায় গিয়েছিল, তাতে এই তরজা রাতারাতি মিটে গেল তা বলার সময় এখনও আসেনি বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অনুগামীদের একাংশ অবশ্য দাবি করেছে, মঙ্গলবারের এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এমন কোনও কথা আগাম জানাই ছিল না তাঁদের ‘দাদা’র। এ নিয়ে নাকি কিছুটা অসন্তুষ্টও হয়েছেন তিনি।