AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fraud Case: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ভুয়ো ওয়েবসাইট, প্রায় ২ লাখ টাকা খোয়ালেন সল্টলেকের বৃদ্ধ দম্পতি

Fraud Case: বৃদ্ধ দম্পতিকে প্রতারিত করে প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল প্রায় বছর দেড়েক আগে। ২০২১ সালের মার্চ মাসে। দীর্ঘদিন ধরে তদন্ত চালানোর পর শেষ পর্যন্ত পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত চঞ্চল রায়কে।

Fraud Case: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ভুয়ো ওয়েবসাইট, প্রায় ২ লাখ টাকা খোয়ালেন সল্টলেকের বৃদ্ধ দম্পতি
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 5:33 PM
Share

কলকাতা: প্রতারণার নতুন ফাঁদের পর্দাফাঁস করল পুলিশ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে অনলাইনে ভুয়ো সাইট খুলে জালিয়াতি চক্র চালানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ওই লোক ঠকানোর কারবারের শিকার হয়েছিলেন সল্টলেকের এক বৃদ্ধ দম্পতি। বৃদ্ধ দম্পতিকে প্রতারিত করে প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল প্রায় বছর দেড়েক আগে। ২০২১ সালের মার্চ মাসে। দীর্ঘদিন ধরে তদন্ত চালানোর পর শেষ পর্যন্ত পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত চঞ্চল রায়কে। বর্ধমান থেকে গ্রেফতার করা হয় তাকে। এদিন অভিযুক্তকে বিধাননগর আদালতে পেশ করে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।

কীভাবে চলত এই প্রতারণার কারবার?

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, ওই বৃদ্ধ দম্পতি সল্টলেকের একে ব্লকের বাসিন্দা। ২০২১ সালের মার্চ মাসে গুগলে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পেজ খুলে সেখানে দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করেন বৃদ্ধ। টিডিএস সংক্রান্ত বিষয়ে তথ্য অনুসন্ধান করেন তিনি। পেজে থাকা টোল ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করলে যাবতীয় সমস্যার সমাধান করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয় এবং একটি অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে বলে। তখনও বৃদ্ধ বুঝতে পারেননি ফোনের ওপারে প্রতারক বসে রয়েছে। অ্যাপটি ডাউনলোড করতেই সেখানে একটি ওটিপি যায় এবং সেই ওটিপি ফোনের ওপারে থাকা ব্যক্তিকে জানাতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় দুই লাখ টাকা।

জানা গিয়েছে, যে ভুয়ো ওয়েবসাইটটি খোলা হয়েছিল, সেটিতে হেল্পলাইন নম্বরটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আসল হেল্পলাইন নম্বরের সঙ্গে প্রায় একই। কেবলমাত্র একটি সংখ্যা বদলে দেওয়া হয়েছিল। ওই বৃদ্ধ দম্পতি ঘটনার পর পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে পুলিশ বর্ধমান থেকে গতকাল গ্রেফতার করে অভিযুক্ত চঞ্চল রায়কে। তাকে জেরা করে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, বৃদ্ধ-বৃদ্ধাদের সাহায্যের জন্য বিধাননগরে সাঁঝবাতি নামে একটি প্রকল্প খোলা হয়েছিল। তাঁদের কোনও সমস্যা বা অভিযোগের কথা এই প্রকল্পের আওতায় থাকা হেল্পলাইন নম্বর খোলা হয়েছিল। এই বৃদ্ধ দম্পতিও ওই প্রকল্পের আওতাতেই রয়েছেন বলে জানা গিয়েছে। তবে কেন এতদিন লেগে গেল এই গ্রেফতারিতে, সেই বিষয়ে পুলিশের তরফে কেউ কিছু বলতে চাননি।

শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
মেয়ে হারিয়েছেন, হাঁসখালিকাণ্ডে সাজা শুনে কী বললেন নির্যাতিতার মা?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
সারারাত বিছানায় শুয়ে কষ্টে ছটফট! কী ভয়ঙ্কর কাজ হল উরফির সঙ্গে?
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? চাপ বাড়ছে ইউনূসের উপর
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!
দিল্লি মরুভূমি হল বলে, আরাবল্লীর ৯০ শতাংশই নাকি পাহাড় নয়!