Fraud Case: সোশ্যাল মিডিয়ায় আলাপ করে, বন্ধুত্ব পাতিয়ে, কিছু বোঝার আগেই লাখ লাখ টাকার প্রতারণা

Bidhannagar: পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই অধ্যাপিকার সঙ্গে যোগাযোগ হয় শুভমের। এরপরে নিয়মিত কথাবার্তা চলত তাঁদের মধ্যে।

Fraud Case: সোশ্যাল মিডিয়ায় আলাপ করে, বন্ধুত্ব পাতিয়ে, কিছু বোঝার আগেই লাখ লাখ টাকার প্রতারণা
প্রতারণার ফাঁদ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 08, 2022 | 2:54 PM

কলকাতা : ফাঁদ পেতে বসে রয়েছে প্রতারকরা। সেই ফাঁদে পা দিলেই সর্বনাশ। ফেসবুকে আলাপ করে বন্ধুত্ব জমিয়ে তারপর কিছু বোঝার আগেই মোটা টাকার প্রতারণা। খাস কলকাতায় এবার এমনই প্রতারণার অভিযোগ প্রকাশ্যে এসেছে। নিউটাউনের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম শুভম দিয়ানি। প্রায় সাড়ে তিন লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই অধ্যাপিকার সঙ্গে যোগাযোগ হয় শুভমের। এরপরে নিয়মিত কথাবার্তা চলত তাঁদের মধ্যে।

পরবর্তীতে ধৃত এই যুবক ওই অধ্যাপিকাকে নিজের জন্মদিন সল্টলেকের একটি জায়গায় যেতে বলে। পরে ওই অধ্যাপিকা যখন সেখানে যান, তখন যুবক জানায় তার কিছু কেনাকাটি করার ছিল, কিন্তু সে মানিব্যাগ আনতে ভুলে গিয়েছে। তখন অধ্যাপিকা জানান, কেনাকাটির জন্য যা টাকার প্রয়োজন, তা তিনি দেবেন। এরপর ওই যুবককে নিয়ে একটি শপিং মলে যান তিনি। সেখানে বেশ কিছু জিনিসপত্র কেনে ওই যুবক।

সেই সময় ওই শপিং মলের এক ব্যক্তি অধ্যাপিকাকে জানান, তিনি প্রতারিত হয়েছেন। শুনে প্রথমে কিছু বুঝতে পারেননি তিনি। এরপর গোটা বিষয়টি শুনতেই হকচকিয়ে যান তিনি। এই যুবক মাঝে মধ্যেই এইরকমভাবে বিভিন্ন সময়ে একাধিক মহিলাকে নিয়ে এসে এইভাবে প্রতারিত করেছে। বিষয়টি বোঝার পরই বিধাননগর সাইবার ক্রাইম থানায় মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার জিনিস নিয়ে ওই যুবক প্রতারিত করেছে বলে অভিযোগ জানান পুলিশকে।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে নেমে যুবকের মোবাইল নম্বরের সূত্র ধরে জোড়াসাঁকো থানা এলাকা থেকে যুবককে গ্রেফতার করা হয়। শুক্রবার ওই যুবককে বিধাননগর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। এর পাশাপাশি ওই মহিলার গোপন জবানবন্দিও নেওয়া হবে বলে জানা গিয়েছে।