Budge Budge Blast: ‘চারদিক অন্ধকারে ঢেকে গিয়েছে, ওরা বলছিল ভিতরে কেউ গোঙাচ্ছে’! ভয়ঙ্কর ঘটনা বজবজে
South 24 Pargana: শুক্রবার বেলা ২টো নাগাদ বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হাজী মহম্মদ মহসিন রোডের একটি পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়।
কলকাতা: ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল বজবজ (Budge Budge) এলাকা। বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এক পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির চালও ভেঙে পড়ে। স্থানীয় হাজি মহসিন রোডে এই বিস্ফোরণ হয়।
শুক্রবার বেলা ২টো নাগাদ বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হাজী মহম্মদ মহসিন রোডের একটি পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাম মেহেবুব (৪৪) নামে এক ব্যক্তির। জানা গিয়েছে, ওই ব্যক্তি এলাকায় পাগলা দিলীপ নাম পরিচিত। গোলাম তাঁর দাদার কাছে থাকেন। তবে বেশিরভাগ সময়ই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান ডিএসপি (শিল্প) নিরূপম ঘোষের নেতৃত্বে বজবজ থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন তদন্তকারীরা।
বজবজ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে বজবজ পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর হোসেন জানান, “কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা বলতে পারব না। তবে নমাজ পড়ে এসে খেতে বসেছি। বিকট শব্দ শুনি। এসে দেখি ভাঙাচোরা এই বাড়িতে বিস্ফোরণ হয়েছে। এই এলাকা একেবারেই ফাঁকা। কাউকে যে সন্দেহের তালিকায় আনব সেটাও সম্ভব না। পুলিশ তদন্ত করুক।”
স্থানীয় বাসিন্দা সুজাতা দলুই বলেন, “আমি রান্না করছিলাম। হঠাৎ শুনি বীভৎস জোরে আওয়াজ। চারদিক পুরো ধোঁয়ায় ঢেকে গেল। আমি তো ওই ছবি দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, ওই মুহূর্তে আমি যে উঠে দাঁড়াব শরীরে সে জোরটাও পাচ্ছিলাম না। এরই মধ্যে চিৎকার শুনি আশপাশ থেকে। আমার মা চেঁচাতে থাকে পালিয়ে আয় বলে। গিয়ে দেখি গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ওই বাড়িটা ফাঁকাই পড়ে থাকত। কেউ থাকতও না। আমাদেরই ছিল ওই অংশটা। কিন্তু জায়গা জমি বিক্রি হয়ে যাওয়ার পর ওখানে আর আমাদের যাতায়াতও ছিল না। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম বাচ্চাগুলোকে যে সামলাব সেটাও পারছিলাম না।” সুজাতা জানান, “এখন তো একটা আলাদা ভয় ঢুকে গেল মনের ভিতর। আবার কিছু হবে কি না সেই চিন্তা মাথায় ঘুরবে। ওই ঘরটা সম্পূর্ণই ভেঙে পড়েছে। কিছুই আর অবশিষ্ট নেই।”
এলাকার বাসিন্দা ডলি অধিকারীর কথায়, “হঠাৎ শুনলাম খুব জোর আওয়াজ হয়েছে। এদিকে ঘরে মেয়ে রান্না করছিল তখন। আমি ভেবেছি বোধহয় সিলিন্ডার ফেটে গিয়েছে। আমি দৌড়ে এসে মেয়েকে বলছি তুই আগে পালা। তারপরই দেখি চারপাশ অন্ধকার। কত লোকজনের ভিড়। ওরাই বলছিল ভিতরে গোঙানির শব্দ হচ্ছে। কেউ বোধহয় রয়েছে ওখানে। গোলামের দুই দিদি কাঁদতে কাঁদতে দেখি ছুটে আসছে। কম্বল চাপা দিয়ে নিয়ে গেল। এই ঘরটি পোড়ো ঘর। এখানে কিছুই থাকত না।”
আরও পড়ুন: BSF: সিতাইকাণ্ডকে সামনে রেখেই বিএসএফের এক্তিয়ার নিয়ে প্রস্তাব আনা হচ্ছে বিধানসভায়
আরও পড়ুন: Mukul Roy: মুকুল রায়কে নিয়ে এখন আর বিধানসভায় কোনও শুনানি নয়! ‘মামলা বিচারাধীন’ বললেন অধ্যক্ষ