Kolkata Airport: নিষিদ্ধ GPS ট্র্যাকার নিয়ে বিমানে ওঠার চেষ্টা, দমদম বিমানবন্দরে গ্রেফতার যাত্রী
Kolkata Airport: দমদম বিমানবন্দর সূত্রে খবর, ওই ব্যক্তি ভিস্তারা উড়ান সংস্থার এক বিমানে চেপে গতকাল চণ্ডীগঢ়ে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের কড়া নজরদারিতে বিমানে ওঠার আগেই ধরা পড়ে যান ওই ব্যক্তি।
কলকাতা: নিষিদ্ধ জিপিএস ট্র্যাকার নিয়ে বিমানবন্দরে ঢোকার চেষ্টা এক ব্যক্তির। শুক্রবার ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। অভিযুক্ত ওই বিমানযাত্রীর নাম দর্শনকুমার প্রজাপতি। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ এবং শনিবার তাঁকে আদালতে পেশ করা হবে। দমদম বিমানবন্দর সূত্রে খবর, ওই ব্যক্তি ভিস্তারা উড়ান সংস্থার এক বিমানে চেপে গতকাল চণ্ডীগঢ়ে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের কড়া নজরদারিতে বিমানে ওঠার আগেই ধরা পড়ে যান ওই ব্যক্তি।
বিমানবন্দর সূত্রে খবর, গতকাল ভিস্তারা উড়ান সংস্থার চণ্ডীগঢ়গামী একটি বিমান ধরার জন্য কলকাতা বিমানবন্দরে ঢুকেছিল। নিষিদ্ধ ওই জিপিএস ট্র্যাকারটি অভিযুক্ত যাত্রীর হ্যান্ড ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ছিল। বিমানবন্দরের ভিতরে যখন হ্যান্ড লাগেজের স্ক্রিনিং চলছিল, তখনই ওই ব্যাগটি দেখে সন্দেহ হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের। বিষয়টি প্রথমে নজরে আসে সেন্টাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের সাব-ইন্সপেক্টর বীর বাহাদুর সিং-এর। ব্যাগটির মধ্যে সন্দেহজনক কিছু বস্তু থাকার হদিশ পান তিনি।
এরপরই তিনি দর্শনকুমার প্রজাপতি নামে ওই বিমানযাত্রীর ব্যাগ খুলে পরীক্ষা করতে শুরু করেন। আর তখনই বেরিয়ে আসে নিষিদ্ধ ওই জিপিএস ট্র্যাকার। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে সিআইএসএফ। শুরু হয় জিজ্ঞাসাবাদের পর্ব। কিন্তু কী কারণে ওই ব্যক্তি নিষিদ্ধ জিপিএস ট্র্যাকার ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন, কোথায় নিয়ে যাচ্ছিলেন, সেই সব বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। এমনকী ওই জিপিএস ট্র্যাকার সঙ্গে করে নিয়ে যাওয়ার কোনও বৈধ অনুমতিপত্রও দেখাতে পারেননি। ফলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে সিআইএসএফের জওয়ানরা পুলিশের হাতে তুলে দেন। গতরাতে বিমানবন্দর থানাতেই রাখা হয়েছে ওই ব্যক্তিকে। আজ আদালতে পেশ করা হবে।