Onion price Hike in Kolkata: চোখে জল বাঙালির! কালীপুজো পর্যন্ত কমবে না পেঁয়াজের দাম
Onion price Hike in Kolkata: বিক্রেতারা বলছেন নাসিক থেকে পেঁয়াজ আসছে বৃষ্টির মধ্যেই। জলে ভিজে নষ্ট হচ্ছে। সে কারণেই এত দাম বৃদ্ধি।
কলকাতা: টমেটোতে হাত দিলেই দামের ঠেলায় হাত পুড়ছিল আম-আদমির, এবার দোসর পেঁয়াজ। পেঁয়াজের দামের ঝাঁঝেই চোখে জল মধ্যবিত্তের। কলকাতার বাজারগুলোতে পেঁয়াজের দাম এক লাফে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা করে বেড়ে গিয়েছে। তাতেই খুব স্বাভাবিকভাবেই অসুবিধার মধ্যে পড়েছেন সাধারণ ক্রেতারা। কিন্তু পেঁয়াজ ছাড়া রান্না! তাও তো ভাবতে পারা যায় না। ফলে বাজারে যেতেই পকেটে পড়ছে টান। ক্রেতারা বলছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে তাতে সরকারি নজরদারির প্রয়োজন। বিক্রেতারা বলছেন নাসিক থেকে পেঁয়াজ আসছে বৃষ্টির মধ্যেই। জলে ভিজে নষ্ট হচ্ছে। সে কারণেই এত দাম বৃদ্ধি। তবে কালীপুজোর আগে পেঁয়াজের দাম কমার কোনও সম্ভাবনা নেই বলেই সাফ বক্তব্য বিক্রেতাদের। এদিকে ইতিমধ্যেই পেঁয়াজের দাম কমাতে রফতানিতে ৪০ শতাংশ রফতানি শুল্ক বসিয়েছে কেন্দ্রীয় সরকার।
পেঁয়াজ বিক্রেতা বিশ্বনাথ মণ্ডল বলছেন, “পেঁয়াজ এখন ৪৫ টাকা করে যাচ্ছে। আগের সপ্তাহে তো ৩৫ টাকা করে ছিল। বর্ষায় নাসিকের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। সে কারণে নাসিক থেকে আমদানি কম হচ্ছে। প্রভাব পড়ছে বাজারে। তাই দামটা একটু বেড়ে গিয়েছে। ক্রেতারা একটু চিন্তায় রয়েছে। জিজ্ঞেস করতে আমাদের কেন দাম বাড়ছে। আমরাও এটাই বলছি ওদের।”
আর এক পেঁয়াজ বিক্রেতা উজ্জ্বল ঘোষেরও একই মত। তিনি বলছেন, “৪০ কেজি পেঁয়াজের দাম এখন ১৩০০ টাকা। এক কেজির দাম ৩২ টাকা মতো। তবে লাল পেঁয়াজ বেশি দামে বিকোচ্ছে। ৪০ টাকার উপরে রয়েছে। দামটা বেড়েছে কারণ বর্ষায় নাসিকের অনেক পেঁয়াজ পচে গিয়েছে। বাজারে আমদানিও কম হচ্ছে। যে কারণে এখন পুরনো পেঁয়াজটা বিক্রি হচ্ছে বেশি দামে। কালীপুজো পর্যন্ত দাম খুব একটা কমবে বলে তো মনে হচ্ছে না।” সকালেই বাজারে এসেছিলেন রামকৃপাল প্রসাদ। কিন্তু, পেঁয়াজের বাড়া দাম দেখে কপালে হাত তাঁর। খানিক ক্ষোভের সুরেই বললেন, “কদিন আগে তো ২০ টাকা ২২ টাকায় পেঁয়াজ কিনেছি। এখন তো ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে সেই একই পেঁয়াজ। খুবই অসুবিধা হচ্ছে। আগে যতটা পেঁয়াজ কিনতে পারতাম তা আর পারছি না দাম বেড়ে যাওয়ায়। বাধ্য হয়েই বাজারের বাজেটে কাটছাঁট করতে হচ্ছে।”