AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PAC-র চেয়ারম্যান হচ্ছেন আরেক ‘দলবদলু’

PAC: কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ওই PAC চেয়ারম্যান পদটি শূন্য ছিল।সেই পদেই আসতে চলেছেন সুমন কাঞ্জিলাল। ২০২৩ সালে ৫ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন সুমন।  বিশেষজ্ঞরা বলছেন,  বরাবর বিরোধীদের দেওয়া হত এই পদ। নিয়ম না থাকলে রীতি মেনেই তা ছিল বিরোধীদের পদ

PAC-র চেয়ারম্যান হচ্ছেন আরেক 'দলবদলু'
PAC চেয়ারম্যান সুমন কাঞ্জিলালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2024 | 1:26 PM
Share

কলকাতা:  পিএসি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছেন সুমন কাঞ্জিলাল। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন । পরবর্তীতে তৃণমূলে যোগ দেন।কৃষ্ণ কল্যাণী বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ওই PAC চেয়ারম্যান পদটি শূন্য ছিল।সেই পদেই আসতে চলেছেন সুমন কাঞ্জিলাল। ২০২৩ সালে ৫ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দেন সুমন।  বিশেষজ্ঞরা বলছেন,  বরাবর বিরোধীদের দেওয়া হত এই পদ। নিয়ম না থাকলে রীতি মেনেই তা ছিল বিরোধীদের পদ। সেই অনুসারে পিএসির চেয়ারম্যান পদ দাবি করেছে বিজেপি। কিন্তু বারবার দেখা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ককেই এই পদে বসানো হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হল না। যদিও এই পদ যতদিন তাদের ততদিন বিধানসভার বি এ কমিটি বা সর্বদলীয় বৈঠকে যোগ দেবে না বলেছে বিজেপি। মানস ভুঁইঞাকে পিএসি চেয়ারম্যান করার সময় থেকে এই প্রথা শুরু হয়।

বিধানসভা ভোটে ৭৭টি আসনে জিতেছিল বিজেপি। দলের দুই সাংসদও জয়ী হয়েছিলেন বিধায়ক পদে। তাঁদের মধ্যে একজন ছিলেন সুমন কাঞ্জিলাল। পেশায় সাংবাদিক সুমন কাঞ্জিলাল রাজনীতিতে যোগ দিয়েছিলেন ২০২০ সালে। আলিপুরদুয়ারে বিজেপি তাঁকে প্রার্থী করেছিল। তাঁকেই এবার পিএসি চেয়ারম্যান পদে নিয়োগ করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বিধানসভা পিএসি একটি গুরুত্বপূর্ণ কমিটি। সাধারণ বিরোধী দলের থেকে এই কমিটির চেয়ারম্যান করা হয়। সেক্ষেত্রে বিরোধী দলের নেতারাই চেয়ারম্যান মনোনীত করেন। কিন্তু গত সাত আট বছরে বিধানসভায় এই প্রথায় কিছুটা বদল এসেছে। স্পিকারই পিএসি-র চেয়ারম্যান মনোনয়ন করছেন।