Panchayat Elections 2023: শাসক থেকে বিরোধী, কোন দল কত মনোনয়ন প্রত্যাহার করল
Panchayat Elections 2023: মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা আরও বাড়তে পারে বলে কমিশন সূত্রে খবর, কারণ পূর্ণ তালিকা এখনও তৈরি করেনি কমিশন।
কলকাতা: মনোনয়ন পেশ করতে দেওয়া হচ্ছে না বলে সরব হয়েছিল বিরোধী দলগুলো। সেই পর্ব শেষ হতে না হতেই নতুন অভিযোগ। চাপ দেওয়া হচ্ছে মনোনয়ন তুলে নেওয়ার জন্য। শাসক দল বলছে তেমন কিছুই নয়। মঙ্গলবার দুপুর ৩ টে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় ছিল। সেই চাপান-উতোরের মধ্যে ঠিক কত মনোনয়ন তুলে নেওয়া হল?
মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত যে হিসেব রাজ্য নির্বাচন কমিশনের কাছে এসেছে, সেই অনুযায়ী মনোনয় প্রত্যাহারের তালিকা একনজরে-
১. মোট প্রত্যাহার হওয়া মনোনয়নের সংখ্যা ৪,৮৭১।
২. বিজেপির মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা ১৫০৩।
৩. সিপিএমের মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা ১০০৬।
৪. কংগ্রেসের মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা ৩৮৩।
৫. ফরওয়ার্ড ব্লকের মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা ৩৭।
৬. তৃণমূলের মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা ১১০৭।
৭. নির্দলের মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা ৬৭০।
৮. অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাহারের সংখ্যা ১৬১।
এই সংখ্যা আরও বাড়তে পারে বলে কমিশন সূত্রে খবর। কারণ পূর্ণ তালিকা এখনও তৈরি করেনি কমিশন। জেলাগুলি থেকে আসা রিপোর্টের ওপর ভিত্তি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
এদিকে, মনোনয়ন প্রত্যাহার পর্ব শেষ হওয়ার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটি রিপোর্ট দিয়েছে কমিশন। সোমবার পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় ৫,১৩০ জনকে আটক করা হয়েছে। অন্তত ৬৮টি ঘটনায় আহত হয়েছেন ১৩২ জন। লাইসেন্স যুক্ত ১৩ হাজার ৮৯০টি অস্ত্র ও লাইসেন্স বিহীন ৫৭টি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে ৩০০-র বেশি বোমা।