Ration Dealer: ২২ মার্চ সংসদ অভিযান রেশন ডিলারদের, রাজ্যে ব্যহত হতে পারে রেশন পরিষেবা
Parliament March: বিষয়টি জানিয়ে রাজ্যের খাদ্য সচিব পারভেজ আহমেদ সিদ্দিকির কাছে চিঠি দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। সেখানে পরিষেবা ব্যহত হওয়ার বিষয়টিও উল্লেখিত হয়েছে।
কলকাতা: ১১ দফা দাবি জানিয়ে ২২ মার্চ সংসদ অভিযান কর্মসূচি নিয়েছে দেশের রেশন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ডাকে সংসদ অভিযানের মাধ্যমে গণ ডেপুটেশন দেওয়ার কর্মসূচি হবে। দিল্লির যন্তর মন্তরে বুধবার সকাল ১১টা থেকে ৪টে পর্যন্ত চলবে বিক্ষোভ কর্মসূচি। মোট ১১ দফা দাবি জানাবেন রেশন ডিলারদের ফেডারেশন। সেই কর্মসূচিতে যোগ দিতে যাবেন এ রাজ্যের রেশন ডিলাররাও। রাজ্যের রেশন ডিলারদের একাংশ ২০ থেকে ২ মার্চ থাকবেন না নিজেদের এলাকায়। এই তিন দিন রেশন বন্টনের পরিষেবা ব্যহত হতে পারে। বিষয়টি জানিয়ে রাজ্যের খাদ্য সচিব পারভেজ আহমেদ সিদ্দিকির কাছে চিঠি দেওয়া হয়েছে ফেডারেশনের তরফে। সেখানে পরিষেবা ব্যহত হওয়ার বিষয়টিও উল্লেখিত হয়েছে।
১১ দফা দাবি আদায়ে পার্লামেন্ট অভিযানে নামছে রেশন ডিলাররা। গরিব মানুষের স্বার্থে NFSA কার্ডধারীদের অতিরিক্ত ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ পুনর্বহালের দাবি তোলা হয়েছে। রেশন ডিলারদের মাসিক আয় ৫০ হাজার টাকা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে তাদের দাবির তালিকায়। এর পাশাপাশি কুইন্টাল পিছু কমিশন বাড়ানোর দাবিও রয়েছে। দেশের প্রত্যেক নাগরিককে রেশন এবং করোনায় মৃত্যু হওয়া রেশন ডিলারদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। এর পাশাপাশি রেশনের গুণমান বজায় রাখা সহ একাধিক দাবি রয়েছে তাদের।
রেশন ডিলারদের এই কর্মসূচি ঘিরে ২২ মার্চ উত্তাল হতে পারে রাজধানীর যন্তর মন্তর। তবে এ রাজ্যের দিন তিনেক রেশন পরিষেবা আংশিক ভাবে ব্যহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ নিয়ে রাজ্যের খাদ্য সচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে দেওয়া চিঠিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ন্যাশনাল জেনারাল সেক্রেটারি বিশ্বম্ভর বসু চিঠিতে জানিয়েছেন, ২০ থেকে ২৩ মার্চ অবধি রেশন ডিলাররা দিল্লিতে এই কর্মসূচিতে অংশ নেওয়ায় রেশন বণ্টন ব্যহত হতে পারে। তবে মাসের বাকি সব দিন রেশন ডিলাররা দোকান খোলা রাখবেন। যাতে কোনও মানুষের রেশন পেতে অসুবিধা না হয়।