West Bengal Panchayat Elections 2023: ‘হোমগার্ড ছেলেটা শিখন্ডির মতো দাঁড়িয়েছিল’, প্রাণে বেঁচে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ভোটকর্মী পরাগ

West Bengal Panchayat Elections 2023: “আমরা বুথে পৌঁছানোর ১৫ মিনিট পর থেকেই ঘনঘন হুমকি আসতে শুরু করল আমার কাছে।” বলছেন ভোট কর্মী পরাগ বিশ্বাস।

West Bengal Panchayat Elections 2023: ‘হোমগার্ড ছেলেটা শিখন্ডির মতো দাঁড়িয়েছিল’, প্রাণে বেঁচে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন ভোটকর্মী পরাগ
পরাগ বিশ্বাস। Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 4:39 PM

কলকাতা: জলপাইগুড়ির লাহিড়িপাড়ায় ভোটের (West Bengal Panchayat Elections 2023) ডিউটি পড়েছিল পেশায় শিক্ষক পরাগ বিশ্বাসের। তাঁর দাবি, ভোটের আগের দিন ভোট কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে ভোট শেষে বাড়ি ফেরা পর্যন্ত দফায় দফায় পড়েছিলেন রাজনৈতিক আক্রমণের মুখে। কখনও লাঠি হাতে তাঁকে ঘিরে ধরেছে দুষ্কৃতীর দল, কখনও ভোটের বাধা, এমনকী বাড়ি ফেরার মুখে তাঁদের বুথের মুখেও দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু, শেষ পর্যন্ত এক হোম গার্ডের তৎপরতায় তিনি সুস্থ অবস্থাতেই বাড়ি ফিরতে পারেন। এদিন টিভি-৯ বাংলায় ভোটের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই শোনালেন পরাগবাবু… 

ওখানে যাওয়ার সময় আমরা দেখলাম আশেপাশের বুথে নিরাপত্তার জন্য একজন মহিলা পুলিশ কর্মী দেওয়া হচ্ছে। যদিও ভাগ্যের জোরে আমরা আমাদের বুথে একজন পুলিশ কর্মী পেলাম। সে আমাদের সঙ্গেই আগের দিন এল। আমরা বুথে পৌঁছানোর ১৫ মিনিট পর থেকেই ঘনঘন হুমকি আসতে শুরু করল আমার কাছে। কেউ কেউ বলতে থাকল এই দল যদি কাল ক্যাচাল করে (পড়ুন গন্ডগোল) তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলব না। এরমধ্যে সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি শুরু হয়। ওখানে পাশেই একটা মন্দির ছিল। সেখান রাতেই দেখলাম বহু লোকজন লাঠিসোঁটা নিয়ে বসে আছে। 

পরেরদিন যখন পোলিং এজেন্টরা বুথে এলেন তখন তাঁদের সঙ্গে এমন অনেকেই এলেন যাঁরা বারবার নানা কথা বলতে লাগলেন আমাকে। এরইমধ্যে ভোট চলাকালীন বারেবারে সমস্যা হচ্ছে। আমি একাই সমস্ত আক্রমণ প্রতিহত করি। সেখানে হোমগার্ড ছেলেটি সর্বদা আমার পাশে শিখন্ডির মতো দাঁড়িয়েছিল। যদিও তারপরেও অনেকবার ভোট আটকানোর চেষ্টা করা হয়। শেষে ভোট কেন্দ্র থেকে বেরনোর সময়েও আমাদের আটকে দেওয়া হয়।