Post Poll Violence Case: বিজেপি নেতা খুনে ৩ অভিযুক্তকে ধরে দিতে পারলেই নগদ ৫০ হাজার টাকা পুরস্কার
Post Poll Violence: অভিযুক্তদের নাম, তাদের বিরুদ্ধে কোন মামলা চলছে সেবিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে পুরস্কার ঘোষণাপত্রে।
কলকাতা: ঝাড়গ্রামে ভোট পরবর্তী হিংসায় খুনের মামলায় ৩ অভিযুক্তের খোঁজ পেতে নগদ টাকা পুরস্কার ঘোষণা করল সিবিআই। অভিযুক্তদের খোঁজ দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার। নাম পরিচয় গোপন রাখা হবে বলেও পুরস্কারপত্রে উল্লেখ করা হয়েছে। এই ৩ জনকে আগেই পলাতক ঘোষণা করা হয়েছে।
পলাতক অভিযুক্তদের নাম দেবেন সরেন, রাজকিশোর মাহাতো ও হরেকৃষ্ণ মাহাতো। তারা প্রত্যেকেই ঝাড়গ্রামের জাম্বনী এলাকার বাসিন্দা। অভিযুক্তদের নাম, ছবি, তাদের বিরুদ্ধে কোন মামলা চলছে সেবিষয়ে বিস্তারিত দেওয়া হয়েছে পুরস্কার ঘোষণাপত্রে। যিনি সিবিআইকে অভিযুক্তদের গ্রেফতার করতে তথ্য দেবেন বা সাহায্য করবেন, তাঁর নাম পরিচয় গোপন রাখা হবে। সিবিআই মোবাইল নম্বর, ল্যান্ড ফোন নম্বর ও ইমেইল আইডি দিয়ে এবার পুরস্কার ঘোষণা করেছে।
ভোট পরবর্তী হিংসায় ঝাড়গ্রামের জাম্বনী মন্ডলের বিজেপির কিষান মোর্চার মন্ডল সম্পাদককে খুনের অভিযোগ ওঠে। নিহত কিশোর মাণ্ডি ঝাড়গ্রামের ভাদুই গ্রামের বাসিন্দা।
একুশের নির্বাচনের ফল প্রকাশের পর গত ৫ মে কিশোরকে ডেকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এরপর রাস্তায় ফেলে তাঁকে বেধড়ক মারধর করায়। বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে কিশোরের মাথায় একের পর এক আঘাত করা হয়। মাথা থেঁতলে খুন করা হয় কিশোরকে। স্থানীয়রাই প্রথম তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। গত অগাস্ট মাসে এই ঘটনার তদন্তভার হাতে নেয়ে সিবিআই। ঘটনার তদন্ত করতে ভাদুই গ্রামে যান সিবিআই-এর সাত সদস্যের দল। সঙ্গে ছিল ফরেনসিক টিমও। ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। নমুনা সংগ্রহ করেন।
নিহতের বাড়ি গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলে সিবিআই-এর প্রতিনিধি দল। সিবিআই-এর তরফ থেকে ঘটনার পুনঃনির্মাণ করা হয়। দুবড়া পঞ্চায়েত প্রধান সহ ৬জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ঘটনায় তিন জন গ্রেফতারও হয়। বাকি তিন জন এখনও পলাতক। রাজ্য সরকারের তরফ থেকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় ওই পরিবারকে।
সেই তিন জনের খোঁজ পেতেই এবার তৎপর সিবিআই। আগেই তাদের পলাতক ঘোষণা করা হয়েছিল। এবার তাদের ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করল সিবিআই। ভোট পরবর্তী হিংসায় একাধিক এফআইআর ও মামলা দায়ের করেছে সিবিআই। তবে মাঝখানে থমকে গিয়েছিল তদন্তপ্রক্রিয়া। বেশ কয়েকটি কেসে এখনও অধরা অভিযুক্তরা। এবার অধরাদের ধরতেই তৎপর সিবিআই।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা