Indian Railways: পুরী,বারাণসী, অযোধ্যা, কালীঘাট একসঙ্গে দেখতে চান? ট্রেন ছাড়বে আগ্রা থেকে
Tourism: বারণসী, পুরী, কালীঘাট, গঙ্গাসাগর, কাশী বিশ্বনাথ-সহ একাধিক তীর্থক্ষেত্রে যাবে এই বিশেষ ট্রেন। মাথাপিছু খরচ ৯ হাজার ৪৫০ টাকা।
কলকাতা: তীর্থযাত্রা কে না ভালবাসেন? আর যদি সকল তীর্থধাম একেবারে ঘুরে আসতে পারেন তাহলে কেমন হয়? তীর্থযাত্রীদের জন্য এমন অভিনব পরিকল্পনাই করেছে ভারতীয় রেল। আইআরসিটিসির তরফে জানা গিয়েছে, ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখা যাবে এই রেলের মাধ্য়মেই। বারণসী, পুরী, কালীঘাট, গঙ্গাসাগর, কাশী বিশ্বনাথ-সহ একাধিক তীর্থক্ষেত্রে যাবে এই বিশেষ ট্রেন। মাথাপিছু খরচ ৯ হাজার ৪৫০ টাকা।
ভারতীয় রেল ও আইআরসিটিসি সূত্রে খবর, ‘ভারত দর্শন’ নামে এই রেল ভারতের প্রধান প্রধান তীর্থক্ষেত্রগুলি ঘুরিয়ে দেখাবে। রামজন্মভূমি অযোধ্যা থেকে হনুমানগড়ী, কাশীনাথ বিশ্বনাথ মন্দির, বারাণসী, যশিডি, বৈদ্যনাথ মন্দির, গঙ্গাসাগর, কালীঘাচ, পুরী, কোনারকের মন্দির, গয়ার বেশ কিছু মন্দির ঘুরে দেখা যাবে এই রেলে। আগ্রা, গোয়ালিয়র, বীরাঙ্গনা লক্ষ্মীবাই, কানপুর, লখনউ, অযোধ্যা, যোধপুর, বারাণসী থেকে যাত্রীরা এই ট্রেনে উঠতে পারবে। আসন সংরক্ষিত রাখার ব্যবস্থাও রয়েছে। আগামী ৭ মার্চ চালু হবে এই বিশেষ ট্রেন। ফিরবে ১৬ মার্চ। মোট ১০ দিন ৯ রাতের প্যাকেজ ট্যুর এটি বলেই জানিয়েছে রেল দফতর।
যেহেতু অতিমারীর আবহ, তাই কোভিড বিধিতে কড়া নজর দিয়েছে রেল দফতর। যাত্রীরা যাতে সফরকালে কোনও অসুবিধায় না পড়েন, সেজন্য মাস্ক পড়া ও ভ্যাকসিনের শংসাপত্র সঙ্গে রাখা জরুরি বলে জানানো হয়েছে। সফরকালে খাওয়াদাওয়া নিয়ে যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও কড়া নজর রাখা হয়েছে। সফরকালে যাত্রীদের দেওয়া হবে নিরামিষ খাবার। একইসঙ্গে আইআরসিটিসির তরফে দুটি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে, যেখানে যাত্রীরা এই বিষয়ে তথ্য জানতে পারেন।
কয়েকমাস আগেই, পঞ্চজ্যোতির্লিঙ্গ ও স্ট্যাটু অব ইউনিটি দেখতে বিশেষ পদক্ষেপ করেছে ভারতীয় রেল। পঞ্চজ্যোতির্লিঙ্গ বলতে হল উজ্জয়িনী, ওঙ্কারেশ্বর, ভদোদরা, সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর ও কাশী বিশ্বনাথ। এই সবকটি মন্দির দর্শনের সুযোগ করেছে রেল। ভারত দর্শন রেলেই এই পরিষেবা মিলছে। গত বছর ৬ সেপ্টেম্বর দুর্গাপুর থেকে চালু হয় এই রেল। দুর্গাপুর ছাড়াও যে সব স্টেশনে ট্রেনটি থামে, সেগুলি হল আসানসোল, চিত্তরঞ্জন, জামতাড়া, মধুপুর, জসিডি, দুমকা, হাঁসডিহা, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর, কিউল, পাটনা, আরা, বক্সার ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা