Primary TET: পুজোর আগেই আরও ৬৫ জন প্রার্থীকে চাকরিতে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

Primary TET: আগেই পর্ষদকে ভুল শুধরে ২৩ জন টেট উত্তীর্ণ প্রার্থীর নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।

Primary TET: পুজোর আগেই আরও ৬৫ জন প্রার্থীকে চাকরিতে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2022 | 2:50 PM

কলকাতা: প্রাথমিকে ভুল প্রশ্নপত্র মামলায় আরও ৬৫ জনকে চাকরির নির্দেশ দিল হাইকোর্ট। ২৬ নভেম্বরের মধ্যে চাকরির নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় খবর। এর আগেও ১৮৭ জনকে চাকরির নির্দেশ দেয় আদালত।

আগেই পর্ষদকে ভুল শুধরে ২৩ জন টেট উত্তীর্ণ প্রার্থীর নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। টেটে ভুল প্রশ্নপত্র সংক্রান্ত ওই একই অভিযোগে দায়ের হওয়া মামলায় আরও ৬৫ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি।

এদিন হাই কোর্টের নির্দেশে পুজোর আগেই প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেতে চলেছেন আরও ৬৫ জন। ভুল প্রশ্নে যাঁরা উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁদের নম্বর দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পর্ষদ আদালতে নিজের ভুল স্বীকারও করেছিল। কিন্তু নম্বর দেওয়া হলেও চাকরি দেওয়া হয়নি।

আদালতের নির্দেশ, শূন্য পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। এবং সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাইয়ের পরীক্ষা হয়। পরবর্তীকালে সেই পরীক্ষার ফল বের হয়। ভুল প্রশ্নপত্র নিয়ে মামলা শুরু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আগেই ১৮৭ জনকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তা চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। চাকরির সুপারিশপত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে পাঠিয়ে দেওয়া হয়।