অস্থায়ী কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত বিদ্যুৎ ভবন চত্বর, নামল র্যাফ
তাঁদের দাবি মানা না হলে আগামী ২ তারিখ এবং ৩ তারিখ গোটা রাজ্যে কর্মবিরতি হবে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে জানানো হয়েছে, বিভিন্ন জেলার বিদ্যুৎ পরিষেবাও তাঁরা বিচ্ছিন্ন করে দেবেন।
কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিভাগের চুক্তিভিত্তিক এবং ঠিকা কর্মী ঐক্য মঞ্চের জমায়েত ও ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের (Salt Lake) বিদ্যুৎ ভবন (Vidyut Bhavan) চত্বর। স্থায়ীকরণ-সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন তাঁদের বিক্ষোভ (Protest) চলছিল। তবে রাত বাড়তেই বিক্ষোভকারী হঠাতে পুলিস বলপ্রয়োগ করে বলে অভিযোগ। কমপক্ষে ২০-২৫ জন আন্দোলনকারীকে বিধাননগর কমিশনারেটের বিধাননগর পূর্ব থানার পুলিস আটক করেছে বলে দাবি।
সকাল থেকেই বিদ্যুৎ ভবনের সামনে পুলিসের অনুমতি নিয়েই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিদ্যুৎ বোর্ডের কর্মীরা। কিন্তু সময় অতিক্রান্ত হয়ে গেলেও বিক্ষোভ চলতে থাকে। বিদ্যুৎ ভবনের চারটি গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অস্থায়ী চুক্তিভিত্তিক ঠিকা কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থানে অনড় থাকবেন বলে জানান।
এই অবস্থায় পুলিস ঘটনাস্থলে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের এলাকা খালি করার নির্দেশ দেয়। না শুনলে জলকামান দাগা হবে বলেও হুঁশিয়ারি দেয় পুলিস। এরপরই পুলিসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতে হয় পুলিসকে। এরপর বিক্ষোভকারীদের সরিয়ে বাসে তুলে দেওয়া হয়।
আর পড়ুন: ‘পোড়া বিড়ি খাওয়া তৃণমূল নেতারা ৫০-১০০ কোটির মালিক’, দিঘায় শুভেন্দুর খোঁচা
বিদ্যুৎ কর্মীদের হুমকি, তাঁদের দাবি মানা না হলে আগামী ২ তারিখ এবং ৩ তারিখ গোটা রাজ্যে কর্মবিরতি হবে। পাশাপাশি হুঁশিয়ারি সুরে জানানো হয়েছে, বিভিন্ন জেলার বিদ্যুৎ পরিষেবাও তাঁরা বিচ্ছিন্ন করে দেবেন। উল্লেখ্য, পশ্চিমঙ্গ বিদ্যুৎ বিভাগের ৮০ শতাংশ কর্মীই চুক্তিভিত্তিক অস্থায়ী ও দৈনিক মজুরিভিত্তিক। এদের একটা বড় অংশই এদিনের আন্দোলনে শামিল হয়েছিল।