‘কৃষক স্পেশাল’ ট্রেন পেল বাংলা, চলবে তারকেশ্বর থেকে নাগাল্যান্ড পর্যন্ত

তৃণমূল অবশ্য রেলের এই সীমিত সময়ের ট্রেনকে 'ভোটের গিমিক' হিসেবেই দেখছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ভাবে কৃষক ট্রেন চালিয়ে কৃষকদের বিক্ষোভ থামানো যাবে না। এটা নির্বাচনের আগে একটা চমক।"

'কৃষক স্পেশাল' ট্রেন পেল বাংলা, চলবে তারকেশ্বর থেকে নাগাল্যান্ড পর্যন্ত
'কৃষক স্পেশাল' ট্রেন পেল বাংলা, চলবে তারকেশ্বর থেকে নাগাল্যান্ড পর্যন্ত
Follow Us:
| Updated on: Jan 22, 2021 | 11:53 PM

কলকাতা: রাজধানীর কৃষক আন্দোলন দু’মাস অতিক্রান্ত। সেখানে সমাধানের কোনও ইঙ্গিত না পাওয়া গেলেও কৃষকদের সুবিধার্থে হুগলির তারকেশ্বর থেকে নাগাল্যান্ডের ডিমাপুরের মধ্যে বিশেষ ‘কৃষক স্পেশাল’ (Farmer Special Train) ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)। কৃষকদের (Farmer) উৎপাদিত ফসল যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেই কারণে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, এতে কেবল বাংলার কৃষকরাই উপকৃত হবে এমনটা নয়। বরং একাধিক রাজ্যের কৃষকরা উপকৃত হবে। জানুয়ারি মাসের শেষ থেকে চলতি বছরের জুলাই মাসের শেষ পর্যন্ত চালানো হবে এই ট্রেন। কৃষক ও তাঁদের ফসল ছাড়া এই ট্রেনে অন্য কিছু পরিবহণ বা সাধারণ যাত্রীরা যাতায়াত করতে পারবেন না বলেই জানানো হয়েছে।

সপ্তাহে একদিন করে এই ট্রেন চলবে। প্রত্যেক শুক্রবার সকাল ১০টায় তারকেশ্বর থেকে ছেড়ে যাবে এই ট্রেন। ডিমাপুর থেকে ছাড়বে প্রত্যেক শনিবার রাত সাড়ে ৯টায়। ব্যান্ডেল, অম্বিকা কালনা, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং হয়ে যাবে ডিমাপুর পৌঁছবে এই ট্রেন।

আরও পড়ুন: নিজেকে ধন্য মনে করছি’, সুভাষের মাটিতে পা রাখার আগে বাংলায় টুইট মোদীর

তৃণমূল অবশ্য রেলের এই সীমিত সময়ের ট্রেনকে ‘ভোটের গিমিক’ হিসেবেই দেখছে। এই নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “গোটা দেশ জুড়ে কৃষক বিক্ষোভ হচ্ছে। এই ভাবে কৃষক ট্রেন চালিয়ে কৃষকদের বিক্ষোভ থামানো যাবে না। এটা নির্বাচনের আগে একটা চমক।”

আরও পড়ুন: আবারও নিষ্ফলা! কেন্দ্র এ বার বল ঠেলল চাষিদের কোর্টে