R G Kar: সরিয়ে দেওয়া হল আরজি করের সুপারকে, এখনও বহাল তবিয়তে অধ্যক্ষ

R G Kar: হাসপাতাল চত্বরেও ওঠে বিক্ষোভের সুর। জমায়েত হয়, সভা করেন চিকিৎসকরা। অন্য মেডিক্যাল কলেজের যাঁরা প্রতিনিধিরা রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই আরজি কাণ্ডে বিক্ষোভে সামিল হয়েছেন, তাঁরাও এই বিষয়ে জোর দিচ্ছিলেন, কেন প্রশাসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না?

R G Kar: সরিয়ে দেওয়া হল আরজি করের সুপারকে, এখনও বহাল তবিয়তে অধ্যক্ষ
আর জি করের সুপারকে সরিয়ে দেওয়া হলImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2024 | 3:06 PM

কলকাতা: আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থাতেই চিকিৎসককে ‘ধর্ষণ -খুনে’র অভিযোগে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের। ঘটনার জেরে অপসারিত আরজি কর মেডিক্যালের সুপার। সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। তবে এখনও অধ্যক্ষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। শুক্রবার সকাল থেকে ধর্ষণ-খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই হাসপাতালের চিকিৎসক-পড়ুয়ারা সকলেই দাবি তোলেন, অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।

হাসপাতাল চত্বরেও ওঠে বিক্ষোভের সুর। জমায়েত হয়, সভা করেন চিকিৎসকরা। অন্য মেডিক্যাল কলেজের যাঁরা প্রতিনিধিরা রয়েছেন, যাঁরা ইতিমধ্যেই আরজি কাণ্ডে বিক্ষোভে সামিল হয়েছেন, তাঁরাও এই বিষয়ে জোর দিচ্ছিলেন, কেন প্রশাসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না? অধ্যক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করা হল না, কিন্তু সুপারকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। এখন ডিন বুলবুল মুখোপাধ্যায়কেই দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন করে কাউকে নিয়োগ করা হয়নি।

চিকিৎসক সংগঠনেরও দাবি, যদি এখানে কাউকে দায়ী করা হয়, তাহলে তিনি অধ্য়ক্ষ।এত বড় ঘটনায় অধ্যক্ষ কোনওভাবেই দায় এড়াতে পারেন না। হাসপাতালের অ্যাকাডেমিক বিভাগে অধ্যক্ষের বড় দায়িত্ব রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সকালে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। শুক্রবার হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর থেকেই সুপারকে সরানোর দাবি উঠেছিল। ঘটনার ৪৮ ঘণ্টা পর স্বাস্থ্য দফতর সুপারকে অপসারণের নির্দেশ জারি করল। এই ঘটনায় ইতিমধ্যেই এক সিভিক ভলান্টিয়রকে গ্রেফতার করেছে পুলিশ।