Railway recruitment 2024: বড় ঘোষণা রেলের! খুব শীঘ্রই নিয়োগ হবে হাজার হাজার, কোন পদে জানুন

Railway Vacancy: কিছুদিন যাবত অভিযোগ উঠছিল, পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয়। অর্থাৎ ট্রেন চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এই খবর সম্পূর্ণরূপে সত্য নয়। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন।

Railway recruitment 2024: বড় ঘোষণা রেলের! খুব শীঘ্রই নিয়োগ হবে হাজার হাজার, কোন পদে জানুন
বাড়র দূরপাল্লার ট্রেনের গতি Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2024 | 7:08 PM

কলকাতা: উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনার পর এবার একের পর এক পদক্ষেপ করতে শুরু করল ভারতীয় রেল। সোমবারই চালকদের বিশ্রামের জন্য আলাদা কক্ষ দেওয়ার পাশাপাশি একাধিক সুবিধা এবার থেকে তারা পেতে চলেছেন সেই ঘোষণা করেছিল রেল। এবার আরও বড় সিদ্ধান্ত তাদের। সহকারী লোকও পাইলট নিয়োগ করার কথা ঘোষণা করল ভারতীয় রেল।

কিছুদিন যাবত অভিযোগ উঠছিল, পূর্ব রেলে ট্রেন চালকের সংখ্যা যথাযথ নয়। অর্থাৎ ট্রেন চালকের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এই খবর সম্পূর্ণরূপে সত্য নয়। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক মাসে সমগ্র পূর্ব রেলওয়েতে অন্যান্য কর্মচারীদের মতোই ট্রেন চালকরাও অবসর গ্রহণ করেন। ফলে প্রত্যেক মাসেই নির্দিষ্ট সংখ্যক ট্রেন চালকের পদ খালি হয়ে যায়। তখন প্রয়োজন অনুযায়ী সেই সমস্ত খালি পদগুলিতে নতুন ট্রেন চালকদের নিয়োগ করা হয় বা জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদগুলি পূরণ করা হয়। যেমন আগামী অগস্ট মাসে প্রায় ১ হাজার ২৬০ জন ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে।

রেলের রিক্রুটমেন্ট এর পদ্ধতি এককালীন। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী নিয়মিত ব্যবধানে RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) -এর মাধ্যমে স্বচ্ছভাবে ট্রেন চালকের পদে নিয়োগ করা হয়। খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে প্রায় ১৫০০০ এর অধিক ট্রেন চালকের পদে রিক্রুটমেন্টের ব্যবস্থা হতে চলেছে । ভবিষ্যতের রেল চালকদের কাছে এটি একটি বিরাট সুখবর।

এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “রেলে প্রতিমাসে প্রতি মানুষ অবসর নেন। তবে প্রচুর পদ খালি আছে। নিয়োগ নেই এই খবর সম্পূর্ণ সত্য নয়। অগাস্ট মাসে ১ হাজার ২৬০ জন ট্রেন চালকের পদোন্নতির মাধ্যমে খালি পদ পূরণ হতে চলেছে। এছাড়া রেলে যোগ দিতে ইচ্ছুক তাঁরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ফলো করুন। সর্বভারতীয় ক্ষেত্রে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া হবে।”