Rajarhat TMC Group Clash: থানার সামনেই হাতাহাতি, লাঠি উঁচিয়ে তৃণমূলের দু’পক্ষের হাতাহাতি থামাল পুলিশ
Rajarhat: অভিযোগ, সোমবার সন্ধ্যা নাগাদ মাটিয়া গাছা গ্রামের বাসিন্দার শেখ নুরুদ্দিন নামে এক তৃণমূল কর্মী দলীয় কাজের জন্য নিজের ছেলের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন।
রাজারহাট: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত রাজারহাট। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চাঞ্চল্য ছড়াল রাজারহাট থানা এলাকার মাটিয়া গাছা গ্রামে।
অভিযোগ, সোমবার সন্ধ্যা নাগাদ মাটিয়া গাছা গ্রামের বাসিন্দার শেখ নুরুদ্দিন নামে এক তৃণমূল কর্মী দলীয় কাজের জন্য নিজের ছেলের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় মাটিয়াগাছা বাজারে তৃণমূলের অপর গোষ্ঠীর লোক বাইক থেকে নামিয়ে মারধর করে।
অন্যদিকে, ওই এলাকার পঞ্চায়েত সদস্য শফিক শাহ অভিযোগ করেন তাঁরা যখন সন্ধ্যাবেলা পার্টি অফিসে বসেছিলেন সেই সময় ওই এলাকার তৃণমূল নেতা মিজানুর রহমান ও তাঁর দলবল এসে বাঁশ-রড নিয়ে হামলা চালায় তাঁদের উপর। এরপর আক্রান্ত তৃণমূল সদস্যকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে চিনার পার্কে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে শাসক দলের দুই পক্ষই রাজারহাট থানায় অভিযোগ জানাতে যায়। তখন ফের থানার সামনেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর লাঠি উঁচিয়ে রাজারহাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে এক পক্ষ বলেন, ‘এই বিষয়ে এক পক্ষ বলেন আমরা তৃণমূল, ওরা তো তৃণমূল নয়। ওরা সিপিএম, আইএসএফ এবং বিজেপির দালাল। আসলে ওরা লুঠ করে খাবে বলে এই সব বলছে। ওরা কলেজ স্ট্রিট থেকে পতাকা কিনেছে।’ অপরদিকে, এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘তৃণমূল ঝান্ডা ধরে আপনি যা ইচ্ছা করতে পারেন। কে বাধা দেবে? সবটাই পুলিশের সামনে হয়। পুলিশ সব জানে।’