Raju Jha Murder Case: রাজসাক্ষী হয়ে গেলে ধাক্কা দেবে তদন্তে! প্রাক্তন সিবিআই কর্তার চোখে কয়লা মাফিয়া রাজু ঝা মার্ডার কেস
Raju Jha Murder Case: পাচার-তথ্যে ধামাচাপার ছক, নাকি পথের কাঁটা রাজু? ব্যবসায়িক রেষারেষি, নাকি রাজনৈতিক প্রতিহিংসায় খুন? কয়লা মাফিয়া খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন।
কলকাতা: পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ল্যাঙচা হাবের সামনে গুলি। খুন কয়লা মাফিয়া রাজু ঝা। ১৯ নম্বর জাতীয় সড়কে আমড়া মোড়ে দুষ্কৃতীদের গুলি খুন হয়েছেন রাজু। কয়লা-তদন্তে সোমবার ইডি-হাজিরার আগেই কেন খুন রাজু? পাচার-তথ্যে ধামাচাপার ছক, নাকি পথের কাঁটা রাজু? ব্যবসায়িক রেষারেষি, নাকি রাজনৈতিক প্রতিহিংসায় খুন? কয়লা মাফিয়া খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন। উঠে আসছে একাধিক মিসিং লিঙ্কও। এ বিষয়ে TV9 বাংলায় নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস।
প্রাক্তন সিবিআই কর্তা জানাচ্ছেন, রানিগঞ্জ কোল ফিল্ডে কয়লা মাফিয়াদের গুলিগোলার লড়াই, একটা রুটিন বিষয়। কিন্তু এই ঘটনায় কয়লা পাচার চক্রের তদন্তে যে খুব একটা ক্ষতি হবে, তা বলা যাবে না। তবে আততায়ীরা খুবই পরিকল্পিতভাবে খুন করেছে।
তবে যদি রাজু এই মামলায় বড় রাজসাক্ষী হয়ে যেতেন, তাহলে এই মামলা ধাক্কা খেয়েছে বলতেই হয়। যেভাবে খুনটা হয়েছে, অর্থাৎ ল্যাঙচা হাবের সামনে রাজু ঝার সাদা গাড়ি এসে দাঁড়ানো, তার সামনেই এসে নীল গাড়ি দাঁড় করানো আর তারপর গুলি- গোটা প্রক্রিয়া পরিকল্পনা করতেই অন্ততপক্ষে ২ মাসের বেশি সময় নেওয়া হয়েছে বলে মনে করছেন প্রাক্তন সিবিআই কর্তা। শুধু তাই নয়, প্রাক্তন সিবিআই কর্তার অভিজ্ঞতা বলছে, খুনের ‘ব্লু প্রিন্ট’তৈরি করার পর তা ঝালিয়ে নেওয়ার জন্য অন্য একটা টিমকে (যারা খুনটা করেছে, তারা নয়) ওই এলাকায় পাঠানো হয়েছে, তারা সার্ভে করেছে গিয়েছে এলাকা। কারণ যে খুন করবে, সে যদি আগেই এলাকা রেইকি করে নেয়, তাহলে তো মানুষ চিনে ফেলবে।
একটি বিষয় উল্লেখ্য, আব্দুল লতিফের যে সাদা গাড়িতে রাজু ঝা ছিলেন, সেখানে চালক-সহ চার জন ছিলেন। চালকের পাশে বসে ছিলেন রাজু ঝা। পিছনের আসনে দুজন। চালক গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলেন। রাজু ছাড়াও গাড়িতে ছিলেন আরও একজন। পিছনের সিটে মাথা লুকিয়ে কোনও ভাবে আত্মগোপন করেন। ব্রতিন নামে আরও এক জনের হাতে লাগে গুলি। তবে গোটা বিষয়টি দেখে প্রাক্তন সিবিআই কর্তা বলছেন, হতেও পারে ওই গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা পরিকল্পনার সঙ্গে যুক্ত। ‘কোল ক্রাইম’ পুরোটাই ‘অর্গানাইজডওয়েতে’ হয়। প্রাক্তন সিবিআই কর্তার কথায়, ‘কোলের ক্রাইম যতটা অর্গানাইজডওয়েতে হয়, তা পুলিশের থেকেও বেটার।’
তদন্তকারীদের কাছে হাজিরার দুদিন আগেই খুনের ঘটনায় উঠছে আরও একটি প্রশ্ন। কোনও প্রভাবশালীর নাম লুকোতেই কি খুন? প্রাক্তন সিবিআই কর্তার বক্তব্য, প্রভাবশালী বলতে উচ্চস্তরের লোক বোঝায়। প্রভাবশালী মনে করতে পারে, এই রাজু ঝা তাঁর বিরুদ্ধেও যেতে পারেন। সেক্ষেত্রে কেবল যে রাজুর বিপক্ষ দলই করছে তা নাও হতে পারে, এমনটাও হতে পারে, এটার মধ্যে রাজনৈতিক নেতৃত্বও যুক্ত থাকতে পারেন। তবে তিনি নিজে করবেন না, মাফিয়াদের মধ্যে যাঁর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে, তাঁকে দিয়ে এই কাজ করাতে পারেন।
গুরু পাচারে অভিযুক্ত আব্দুল লতিফের গাড়িতে কেন ছিলেন রাজু? তা নিয়ে প্রশ্ন উঠছেই। গরু পাচারকাণ্ডে ফেরার লতিফের গাড়িতে কীভাবে রাজু? আব্দুল লতিফ-রাজু ঝা-র কোথায় যোগসূত্র? তবে কী কয়লার সঙ্গে গরুপাচারেরও যোগ রাজুর ? খুনের সময় কী ওই গাড়িতে ছিলেন লতিফও? খুনের পর তাহলে কোথায় আব্দুল লতিফ? এখনও রয়েছে গিয়েছে একগুচ্ছ মিসিং লিঙ্ক।