Jyotipriya Mallick: বালুর ‘আশীর্বাদে’ পরিচারকের বিশ লাখির ফ্ল্যাট, দেখুন কেমন…
Jyotipriya Mallick: কলেজ স্ট্রিটেও বাসা আছে তাঁর। সেই বাড়িতেই বেশির ভাগ সময় থাকেন। সপ্তাহে এক দু'দিন এই ফ্ল্যাটে আসেন। ইডির স্ক্যানারে যে তিন সংস্থা, তার মধ্যে একটির ডিরেক্টর তিনি। শুধু তিনি নন, নাম আছে তাঁর মা ও স্ত্রীর। ঠিক যেমন বালুর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের মা ও স্ত্রীর নাম ছিল বাকি দুই সংস্থার ডিরেক্টর হিসাবে। রামস্বরূপের ফ্ল্যাটটি আপাতত তালাবন্ধ।
কলকাতা: কেষ্টপুরের প্রফুল্ল কানন। সেখানেই ২০ লাখির ফ্ল্যাট জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচারক রামস্বরূপ শর্মার। এই টাকা জ্যোতিপ্রিয়ই দিয়েছেন বলে জানিয়েছেন রামস্বরূপ। তবে তাঁর দাবি, সে টাকা তিনি ধার নেন। ইতিমধ্যেই ৫ লাখ টাকা শোধ করা হয়ে গিয়েছে। দু’বছর আগে কেষ্টপুরের প্রফুল্ল কাননে ফ্ল্যাট কেনেন রামস্বরূপ।
কলেজ স্ট্রিটেও বাসা আছে তাঁর। সেই বাড়িতেই বেশির ভাগ সময় থাকেন। সপ্তাহে এক দু’দিন এই ফ্ল্যাটে আসেন। ইডির স্ক্যানারে যে তিন সংস্থা, তার মধ্যে একটির ডিরেক্টর তিনি। শুধু তিনি নন, নাম আছে তাঁর মা ও স্ত্রীর। ঠিক যেমন বালুর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের মা ও স্ত্রীর নাম ছিল বাকি দুই সংস্থার ডিরেক্টর হিসাবে। রামস্বরূপের ফ্ল্যাটটি আপাতত তালাবন্ধ।
রামস্বরূপের উত্থানের গল্প তিনি নিজেই জানিয়েছেন। বিহার থেকে এসে কলেজ স্ট্রিটে সেলুন। সেখানেই থাকতেন। এই এলাকাতেই পুরনো বাস ছিল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রথমে ‘দাদা’ হিসাবেই ডাকতেন বালুকে। টুকটাক কাজ করে দিতেন তাঁর।
পরে বালুর ক্ষমতা যেমন বেড়েছে, রামস্বরূপ তাঁর আস্থাভাজন হয়ে উঠেছেন। এক সময় বালুর বাড়িতে পরিচারক হিসাবে জায়গা পান কলেজ স্ট্রিটে সেলুন চালানো যুবক। পরে কৃষি দফতরে গ্রুপ ডি’র অস্থায়ী কর্মী। যদিও রামস্বরূপ জানান, এখনও তিনি সকাল ৮টা থেকে ১০টা অবধি বালুর বাড়িতে থাকেন। তিনি বালুকে এখন আর প্রকাশ্যে ‘দাদা’ ডাকেন না। মন্ত্রীমশাই এখন ‘সাহেব’। তবে মন্ত্রী গ্রেফতার হলেও এখনও নিয়মিত তাঁর বাড়িতে গিয়ে সাফাইয়ের কাজ করে আসেন। তারপর যান অফিস।