Gold Shop Robbery: আতঙ্ক বেড়েছে রানাঘাটের ঘটনায়, ডাকাতদের হাত থেকে বাঁচাতে গয়নার দোকানগুলিকে একগুচ্ছ পরামর্শ কলকাতা পুলিশের
Gold Shop Robbery: আগামী সপ্তাহের শুরুর দিকে লালবাজারে গয়না ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক হতে চলেছে বলেও জানা যাচ্ছে।
কলকাতা: রানাঘাট ও পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা। এদিকে প্রাথমিক তদন্তে, দুই ঘটনাতেই বিহারের ডাকাতদের লিঙ্ক খুঁজে পেয়েছে পুলিশ। এর আগে চন্দননগর, ব্যারাকপুর থেকে ডানলপ, একাধিক জায়গায় ডাকাতির ঘটনায় মিলেছিল বিহার যোগ। সহজ কথায়, সাম্প্রতিককালে দেখা যাচ্ছে বারবার বিহারের ডাকাতের নজর পড়ছে বাংলায়। লুঠ হয়ে যাচ্ছে সোনার দোকান। বেছে বেছে টার্গেট করা হচ্ছে গোল্ড লোন কোম্পানি বা জুয়েলারি সংস্থাগুলিকে। এমতাবস্থায় কোনওরকম অপ্রীতিকর ঘটনার হাত থেকে বাঁচতে গয়নার দোকানগুলিকে একগুচ্ছ পরামর্শ দিল কলকাতা পুলিশ।
একইসঙ্গে আগামী সপ্তাহের শুরুর দিকে লালবাজারে গয়না ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক হতে চলেছে বলেও জানা যাচ্ছে। তবে লালবাজারে তরফে সাফ বলা হয়েছে, দোকানের ভিতরে ও বাইরে সিসিটিভি না থাকলে ক্যামেরা অবশ্যই লাগাতে হবে। একইসঙ্গে সিসিটিভি আউটপুট আলাদা জায়গায় রাখতেও বলা হয়েছে। দোকানের মধ্যে থাকলে সর্বদা সেখানে নজরদারি ঠিকমতো রাখা সম্ভব হয় না বলে মনে করা হচ্ছে। সে কারণেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলেই আউটপুট পর্যবেক্ষণকারীদের দ্রুত সতর্ক করতে হবে পুলিশকে।
একইসঙ্গে ক্লাউড ভিত্তিক স্টোরেজের কথাও বলা হয়েছে। পাশাপাশি লুকানো জায়গায় সিসিটিভি ফুটেজের ব্যাকআপ রাখতেও বলা হয়েছে। ৭ দিন ২৪ ঘণ্টাই নজরদারি চালাতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। গার্ড পোস্টিং রাখার কথাও বলা হয়েছে। বিশেষত উৎসবের সময় দোকান একদিনের বেশি বন্ধ থাকলে তা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। গার্ডদের কাছে অস্ত্র থাকলে থাকতে হবে বৈধ লাইসেন্স। একইসঙ্গে হেলমেট/মাস্ক/মুখ ঢেকে রাখা কোন গ্রাহককে দোকানে প্রবেশ করতে দেওয়া যাবে না বলে সাফ জানানো হয়েছে। অন্যদিকে কর্মী নিয়োগের সময় দোকানকে সতর্ক থাকতে হবে। ভাল করে করতে হবে ব্যাকগ্রাউন্ড চেক। বাকি যে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ডায়াল করতে হবে ১০০। এখন দেখার পুলিশি পরামর্শ পেলেও তা কতটা মেনে চলে দোকানগুলি।