Murder in Kolkata: ভর সন্ধ্য়ায় গলার নলি কেটে খুন, রাজারহাটে পথ অবরোধ
Murder in Kolkata: তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রাজারহাট: ভর সন্ধ্য়ায় গলার নলি কেটে খুন রাজারহাটে (Rajarhat)। ব্যাপক উত্তেজনা গোটা এলাকায়। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ। এলাকায় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি রয়েছে, ঘটনার খবর চাউর হতেই এই অভিযোগ তুলে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার শিখের বাগান এলাকার বাসিন্দা হারু লাল রশিদ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখনই পিছন থেকে বাইক নিয়ে তাঁর উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে গলার নলি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। ততক্ষণে রক্তে ভেসে যায় রাস্তা।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এ খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ ও দোষীদের শাস্তির দাবি তুলে পথ অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে মৃতের পরিজনদের দাবি, এলাকায় একটা জলাশয় ভরাট করা হচ্ছিল। তারই প্রতিবাদ করেছিলেন হারু। সে কারণেই তাঁকে খুন করে থাকতে পারে দুষ্কৃতীরা। একইসঙ্গে এর পিছনে রাজনীতির যোগ থাকতে পারেও বলেও সন্দেহ করছেন তাঁরা। যদিও তাঁদের দাবি, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছেন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারীকেরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। যদিও এখনও পর্যন্ত কোনো গ্রেফতারির খবর মেলেনি।