Ration Scam: চুরির আটা কার কাছে যেত, সব লেখা আছে, বাকিবুর মামলায় জানাল ED

Ration Scam: রেজিস্টারের হিসেবের সঙ্গে স্ট্যাম্প ও সরকারি সিল পাওয়ার কথাও জানিয়েছে। তল্লাশির সময় বাকিবুরের বাড়ি থেকে সেগুলি পাওয়া যায়। সরকারি সিল কীভাবে বাকিবুরের কাছে এল? তা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। অভিযুক্তের সঙ্গে আন্তর্জাতিক যোগ থাকার কথাও উড়িয়ে দিচ্ছে না ইডি।

Ration Scam: চুরির আটা কার কাছে যেত, সব লেখা আছে, বাকিবুর মামলায় জানাল ED
আটা চুরির অভিযোগ বাকিবুরের বিরুদ্ধেImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 4:52 PM

কলকাতা: সাধারণ মানুষের খাবারের চাল-আটা নিয়ে চরম দুর্নীতি। সেই অভিযোগেই গ্রেফতার হন বাকিবুর রহমান। এবার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সোমবার সেই বাকিবুরকে আদালতে পেশ করা হলে, শুনানিতে এমন কিছু তথ্য সামনে আনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় সংস্থার দাবি, শুধু চাল নয় সাধারণ মানুষের রেশন থেকে যে আটা পাওয়ার কথা, সেই আটাও চুরি হয়েছে। শুধু তাই নয়, কত আটা চুরি হয়েছে, কার কাছে সেই আটা পাঠানো হত, সে সব লেখা রয়েছে বলেও দাবি করেছে ইডি।

ইডি-র আইনজীবী এদিন আদালতে জানিয়েছেন, রাজ্য পুলিশের তিনটি এফআইআর নিয়েই মামলা করেছে তারা। কৃষ্ণনগর, ধুবুলিয়া ও কোতওয়ালি থানার মামলা নিয়ে ইডি মামলা দায়ের করেছে। সেই অনুযায়ীই তদন্ত চলছে। সাধারণ মানুষের বিনামূল্যে প্রাপ্য রেশনের আটা চুরি করা হয়েছে বলে দাবি ইডি-র।

ইডি আরও জানিয়েছে যে তারা একটা ডায়রি পেয়েছে, সেখানে উল্লেখ থাকা হিসেবে দেখা যাচ্ছে আটা সরানো হয়েছে আগেও। কত আটা সরানো হয়েছে, সেটা রেজিস্টারে লেখা থাকত, কার কাছে যেত সেটাও লিখে রাখা হত। বাকিবুর সম্পর্কে ইডি-র আইনজীবী বলেন, ‘এরা জানত যে কেউ এদের ছুঁতে পারবে না। পুলিশের মামলার পরেও এরা নিজেদের হাতে লিখে রাখত যে কত কী সরানো হয়েছে।’

একই সঙ্গে স্ট্যাম্প ও সরকারি সিল পাওয়ার কথাও জানিয়েছে। তল্লাশির সময় বাকিবুরের বাড়ি থেকে সেগুলি পাওয়া যায়। সরকারি সিল কীভাবে বাকিবুরের কাছে এল? তা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। ৫০ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে আন্তর্জাতিক যোগ থাকার কথাও উড়িয়ে দিচ্ছে না ইডি।

বাকিবুর আইনজীবী এদিন জানান, বাকিবুর জামিন চাইছেন না, তিনি তদন্তে সহযোগিতা করতেও প্রস্তুত। শুনানির জন্য সময় দেওয়া হোক বলে আর্জি জানিয়েছেন বাকিবুর। সোমবার বাকিবুরকে ১২ দিনের জেল হেফাজতে নেওয়ার আর্জি জানিয়েছে ইডি।