Saltlake: আদালতের নির্দেশ, তবু অবৈধ নির্মাণ ভাঙতে দেবেন না বাসিন্দারা; সল্টলেকে বাধার মুখে প্রশাসন

Saltlake: আবাসনের বাসিন্দাদের দাবি, তাঁদের তেমন আর্থিক সংস্থান নেই। প্রোমোটারকে ধরে তাঁরা কোনওভাবে এটা করিয়েছেন। এখন তা ভেঙে দিল পথে গিয়ে বসতে হবে। যদিও আদালত জানিয়েছে, চাইলে তাঁরা পুনর্বাসনও চাইতে পারেন। ওই প্রোমোটারের বিরুদ্ধে মামলাও করতে পারেন।

Saltlake: আদালতের নির্দেশ, তবু অবৈধ নির্মাণ ভাঙতে দেবেন না বাসিন্দারা; সল্টলেকে বাধার মুখে প্রশাসন
বাধার মুখে পুলিশ। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 16, 2023 | 4:51 PM

কলকাতা: হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে প্রশাসন। সল্টলেক শান্তিনগরে অবৈধ নির্মাণকে কেন্দ্র করে শরিকি ঝামেলা। সেই ঝামেলার কারণে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলাও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ওই অবৈধ নির্মাণ যেন ভেঙে ফেলা হয়। বিধাননগর পুরনিগমকে সেই নির্দেশ দেন। দুপুর ১টার মধ্যে ভাঙার কাজ শুরু করার নির্দেশ দেয় আদালত। সেখানকার জল ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করার কথা বলা হয়। মঙ্গলবার এ সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। সেইমতো এদিন পুলিশ ও পুর আধিকারিকরা ঘটনাস্থলে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়।

আবাসনের বাসিন্দাদের দাবি, তাঁদের তেমন আর্থিক সংস্থান নেই। প্রোমোটারকে ধরে তাঁরা কোনওভাবে এটা করিয়েছেন। এখন তা ভেঙে দিলে পথে গিয়ে বসতে হবে। যদিও আদালত জানিয়েছে, চাইলে তাঁরা পুনর্বাসনও চাইতে পারেন। ওই প্রোমোটারের বিরুদ্ধে মামলাও করতে পারেন। তবে বাসিন্দাদের বক্তব্য, তাঁরা কোনও মামলা করবেন না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

মামলাকারী পাঁচিবালা পোলের বক্তব্য ছিল, তিনি বিধাননগর পুরনিগমে বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু পুরনিগম গা করেনি। তাই আদালতের দ্বারস্থ হতে হয়। আদালত এর আগের শুনানিতে বিল্ডারকে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছিল। তবে তা মানা হয়নি। এরপরই আদালত এই নির্দেশ দেন। যদিও সেখানকার বাসিন্দাদের দাবি, এই এলাকায় একাধিক বেআইনি নির্মাণ হয়েছে। পুলিশ থেকে পুরনিগম সকলেই তা জানে। সেগুলি কেন আটকানো হয়নি? তাই এই নির্মাণও তাঁরা ভাঙতে দেবেন না বলে জানান।