TMC Minister: রাঘব-বোয়াল থেকে চুনোপুঁটি- তৃণমূলের কারা কারা গ্রেফতার হলেন

TMC: ২০২২ সালের ১১ অগস্ট। গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। বোলপুরে অনুব্রতর যে বাড়ি, সেখান থেকেই সিবিআই গ্রেফতার করে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে। রাখি পূর্ণিমার দিন ঠাকুরঘর থেকেই গ্রেফতার করা হয়েছিল কেষ্টকে।

TMC Minister: রাঘব-বোয়াল থেকে চুনোপুঁটি- তৃণমূলের কারা কারা গ্রেফতার হলেন
এক বছরে দুঁদে নেতারা গ্রেফতার। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 10:27 AM

কলকাতা: এক বছরে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী গ্রেফতার। গ্রেফতার হয়েছেন শাসকদলের দোর্দণ্ডপ্রতাপ নেতা থেকে বিধায়কও। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কারও বিরুদ্ধে আবার গরু পাচার মামলা। এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা–

জ্যোতিপ্রিয় মল্লিক, বনমন্ত্রী

২৭ অক্টোবর, ২০২৩। রেশন বণ্টন মামলায় ইডির হাতে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। রাতভর বাড়িতে ইডির অভিযান, গভীর রাত সেখান থেকেই সোজা তুলে নিয়ে আসে সিজিও কমপ্লেক্সে। ২০২০ সালে প্রথম রেশন দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২০ থেকে ২২-এর মধ্যে নদিয়া জেলাতেই তিনটি মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে ইডির হাতে গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রী

২০২২ সালের ২৩ জুলাই গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি মামলার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হন পার্থ। তার আগে রাতভর তাঁর বেহালার বাড়িতে অভিযান চালায় তদন্তকারী সংস্থা।

অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা সভাপতি

২০২২ সালের ১১ অগস্ট। গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। বোলপুরে অনুব্রতর যে বাড়ি, সেখান থেকেই সিবিআই গ্রেফতার করে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতাকে। রাখি পূর্ণিমার দিন ঠাকুরঘর থেকেই গ্রেফতার করা হয়েছিল কেষ্টকে।

মানিক ভট্টাচার্য, বিধায়ক

২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার হন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মামলায় গ্রেফতার হন নদিয়ার পলাশিপাড়ার এই বিধায়ক। অভিযোগ, টেটে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। আর সব জেনেশুনে মানিক ভট্টাচার্য তাঁদের চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক। নিয়োগকাণ্ডে দ্বিতীয় গ্রেফতারি ছিল মানিক।

জীবনকৃষ্ণ সাহা, বিধায়ক

২০২৩ সালের ১৭ এপ্রিল। সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয় জীবনকৃষ্ণকে। টানা ৬৫ ঘণ্টার তল্লাশি শেষে গ্রেফতার হন তৃণমূলের এই বিধায়ক।

Jiban Krishna Saha

জীবনকৃষ্ণ সাহা।

কুন্তল ঘোষ, প্রাক্তন যুবনেতা

২১ জানুয়ারি, ২০২৩। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ। বেসরকারি কলেজ সংগঠনের নেতা তাপস মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে কুন্তলের নাম। হুগলির তৃণমূল যুবনেতা ছিলেন কুন্তল।

শান্তনু বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন যুবনেতা

২০২৩ সালের ১১ মার্চ ইডির হাতেই গ্রেফতার হন কুন্তল ঘোষ ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সঙ্গে কুন্তলের মতোই হুগলির তৃণমূল যুবনেতাও। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, নানা নথি উদ্ধার করেছিল তদন্তকারীরা।