Winter in Bengal: রেকর্ড ঠান্ডা কলকাতায়, শীতলতম রবি বাংলায়, শীঘ্রই ১৫ ডিগ্রির নীচে নামবে পারা
Winter in Bengal: আগামী ৪৮ ঘণ্টায় ১৫ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই বলেই জানাচ্ছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা হাওয়া। তাতেই আগামী কয়েকদিন ধীরে ধীরে নামবে পারদ।
কলকাতা: শীতের আমেজ বাড়ছে বাংলায়। দ্রুত নামছে রাতের তাপমাত্রা। ১২.৮ ডিগ্রিতে নেমে গেল বর্ধমানের পারদ। বাঁকুড়ার তাপমাত্রা নামল ১৩.৮ ডিগ্রিতে। ১৫ ডিগ্রির নীচে বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার। শীতের পথে এগোচ্ছে কলকাতাও। আলিপুরের তাপমাত্রা নামল ১৭.৩ ডিগ্রিতে। ১৭.১ ডিগ্রিতে রয়েছে দমদমের পারদ। যা চলতি মরসুমে এখনও পর্যন্ত সবথেকে কম বলে জানা যাচ্ছে। অর্থাৎ এই রবিবারই এখনও পর্যন্ত চলতি মরসুমের শীতলতম দিন।
যদিও হাওয়া অফিস জানাচ্ছে মহানগরের তাপমাত্রা এখনও স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আগামী ৪৮ ঘণ্টায় ১৫ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা আর নেই বলেই জানাচ্ছে মৌসম ভবন। উত্তর-পশ্চিম দিক থেকে বইছে ঠান্ডা হাওয়া। তাতেই আগামী কয়েকদিন ধীরে ধীরে নামবে পারদ। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারা। তবে সবথেকে বেশি পারাপতন দেখা যাবে রাতের দিকে। রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে খবর মিলছে।
অন্যদিকে রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সব প্রান্তেই সব জেলা ঢেকে গিয়েছে ঘন কুয়াশার চাদরে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। তবে আগামী সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গল, বুধবার নাগাদ দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।