Dilip Ghosh Land: দিলীপের দলিল প্রসন্নর বাড়িতে কীভাবে? মুখ খুললেন নিয়োগ দুর্নীতির ‘মিডলম্যান’

Prasanna Roy: নিয়োগ দুর্নীতির মামলায় যখন শাসক দলের একাধিক ছোট-বড়-মাঝারি মাপের নেতাদের নাম জড়িয়েছে, তখন তৃণমূল শিবির থেকে এই দলিলের নথিকে পাল্টা হাতিয়ার করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, কেন দিলীপের বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রসন্নর বাড়িতে? এবার সেই রহস্যের জট কাটালেন এবার প্রসন্ন নিজেই।

Dilip Ghosh Land: দিলীপের দলিল প্রসন্নর বাড়িতে কীভাবে? মুখ খুললেন নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান'
দিলীপ ঘোষ ও প্রসন্ন রায়
Follow Us:
| Edited By: | Updated on: May 15, 2023 | 5:38 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্ত যত এগিয়েছে, তত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিঙ্কম্যান হিসেবে অভিযুক্ত প্রসন্ন রায়ের (Prasanna Roy) বাড়ি থেকে মিলেছিল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাড়ির দলিল সংক্রান্ত নথি। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। নিয়োগ দুর্নীতির মামলায় যখন শাসক দলের একাধিক ছোট-বড়-মাঝারি মাপের নেতাদের নাম জড়িয়েছে, তখন তৃণমূল শিবির থেকে এই দলিলের নথিকে পাল্টা হাতিয়ার করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, কেন দিলীপের বাড়ির দলিল নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রসন্নর বাড়িতে? এবার সেই রহস্যের জট কাটালেন এবার প্রসন্ন নিজেই। আদালতে নিজের আইনজীবীকে প্রসন্ন জানালেন,তাঁর বাড়ি থেকে পাওয়া দিলীপের ওই দলিল আসল নয়। সেটি দলিলের সার্টিফায়েড কপি।

নিয়োগ দুর্নীতির মিডলম্যান হিসেবে ধৃত প্রসন্নর দাবি, তাঁর বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিলের আসল কপি মেলেনি। দিলীপ ঘোষ মজুমদার অ্যান্ড অ্যাসোসিয়েটসের থেকে ওই সম্পত্তি কিনেছিলেন। সেই সম্পত্তির মিউটেশন করার জন্য দলিলের সার্টিফায়েড কপি তুলেছিলেন প্রসন্ন। সোমবার সে কথা প্রসন্ন নিজেই জানালেন আদালতে। সঙ্গে প্রসন্নর এও দাবি যে এই ঘটনার মধ্যে কোনও আর্থিক লেনদেনের ব্যাপার জড়িত নেই।

উল্লেখ্য, প্রসন্নের গ্রেফতারির পর তাঁর বাড়িতে গোয়েন্দাদের তল্লাশি অভিযানের সময়েই দলিলের ওই নথি পাওয়া গিয়েছিল। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। দানা বাঁধতে থাকে রহস্য। শাসক শিবির থেকে একাধিক বার সাংবাদিক বৈঠকে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি শুরু থেকেই এই বিতর্ক নিয়ে সোজাসাপ্টা জবাব দিয়ে গিয়েছেন। দিলীপ ঘোষ একবারও ওই দলিলের কথা অস্বীকার করেননি। তাঁরও দাবি ছিল, যে দলিলটি পাওয়া গিয়েছে প্রসন্নর বাড়িতে সেটি আসল দলিল নয়, সেটি দলিলের একটি প্রতিলিপি। বলেছিলেন, অরিজিনাল কপি (দলিলের) তাঁর ব্যাঙ্কে রাখা আছে এবং দলিলের একটি কপি প্রসন্নকে দিয়েছিলেন।

দিলীপ ঘোষের দাবি ছিল, যে সোসাইটির জমি তিনি কিনেছিলেন, সেই সময় ওই সোসাইটির প্রধান ছিল প্রসন্ন। তাই দিলীপ ঘোষও মিটারের নাম বদলের জন্য প্রসন্নের কাছেই গিয়েছিলেন। বিজেপি নেতা এই বিতর্কের ইস্যুতে অতীতে জোর গলায় বলেছিলেন, ‘আমার দলিল। আমি দিয়েছি। কারও বাপের টাকায় আমি ফ্ল্যাট কিনিনি।’