Ayan Sil: বাংলা ও দিল্লিতে ২০টি ফ্ল্যাট, ৫টি গাড়ির হদিশ; জামিন খারিজ অয়নের
অয়ন শীলের তরফে জামিনের আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত ইডি-র আবেদন মেনেই সেটা খারিজ করে দেয় আদালত। আগামী ৮ মে পর্যন্ত অয়নকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা।
কলকাতা: নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) মামলায় এবার ধৃত অয়ন শীলের নামে-বেনামে ২০টি ফ্ল্যাটের হদিশ মিলল। কেবল বাংলা নয়, রাজধানী দিল্লিতেও অয়নের (Ayan Sil) ফ্ল্যাট রয়েছে। এছাড়া একাধিক দামি গাড়িও রয়েছে। মঙ্গলবার ইডির বিশেষ আদালতে এমনই তথ্য পেশ করেছে ED। অন্যদিকে, অয়ন শীলের তরফে জামিনের আবেদন জানানো হলেও শেষ পর্যন্ত ইডি-র আবেদন মেনেই সেটা খারিজ করে দেয় আদালত। আগামী ৮ মে পর্যন্ত অয়নকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক শুভেন্দু সাহা।
আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন নিয়োগ-দুর্নীতি মামলার শুনানিতে অয়ন শীলের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। জামিন দেওয়া হলে যে কোনও শর্ত মানা হবে জানিয়ে অয়ন শীলের তরফে তাঁর আইনজীবী আদালতে আবেদন জানান। অয়ন শীলের তরফে বলা হয়, আমার পরিবার এখানেই রয়েছে, আমার পালানোর কোনও সম্ভাবনা নেই। তদন্ত প্রভাবিত করার ক্ষমতা আমার নেই। যে কোনও কঠোর শর্তে জামিন চাইছি।
অন্যদিকে, ইডি-র তরফে অয়ন শীলের জামিনের বিরোধিতা জানানো হয়। এরপরই অয়নের বিপুল সম্পত্তির তথ্য আদালতে পেশ করেন ইডি-র আইনজীবী। সেখানে দেখা যায়, রাজ্য ও দিল্লি মিলিয়ে অয়নের নামে-বেনামে মোট ২০টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ৫টি দামি গাড়ির খোঁজ মিলেছে। ইডি-র দাবি, অয়ন শীল নিজের এবং আত্মীয়দের নামে কোটি-কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন। এছাড়া তাঁর নামে-বেনামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। এছাড়া চাকরির নামে কোটি-কোটি টাকা তোলার অভিযোগ এবং অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর সঙ্গে ABS Infozone নামক একটি কোম্পানির হদিশ আগেই মিলেছিল। সবমিলিয়ে অয়নের পাহাড়-প্রমাণ সম্পত্তির হদিশ উঠে এসেছে ইডি-র হাতে। এই সমস্ত তথ্যের ভিত্তিতেই বিচারক এদিন অয়ন শীলের জামিন খারিজ করে দেন এবং আগামী ৮ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।