Sandel trafficking: গোয়েন্দাদের জালে আন্তর্জাতিক লাল চন্দন পাচারের ‘বাদশা’

Kolkata: ঘটনাস্থল হাওড়ার পিলখানা এলাকা। সেখানকার একটি গোডাউন থেকে এই বিপুল পরিমাণ লাল চন্দনকাঠগুলি উদ্ধার হয়।

Sandel trafficking: গোয়েন্দাদের জালে আন্তর্জাতিক লাল চন্দন পাচারের 'বাদশা'
পাচারের আগেই উদ্ধার লাল চন্দন কাঠ
Follow Us:
| Edited By: | Updated on: Jul 26, 2022 | 12:49 PM

কলকাতা: পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ লাল চন্দন কাঠ। কলকাতা সেই কাঠগুলি বিদেশে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। পরে পুলিশি হস্তক্ষেপে সেই কাঠগুলি উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে পাচারের মূল পান্ডা কিংপিন।

ঘটনাস্থল হাওড়ার পিলখানা এলাকা। সেখানকার একটি গোডাউন থেকে এই বিপুল পরিমাণ লাল চন্দনকাঠগুলি উদ্ধার হয়। এরপর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালায় ওই গোডাউনে। এরপরই চক্ষু-চড়কগাছ হয় তাঁদের। গোডাউন থেকে আনুমানিক ১ দশমিক ৬ টন লাল চন্দন কাঠ উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা।

গোয়েন্দাদের হাতে লাল চন্দনকাঠ উদ্ধার

গোয়েন্দা সূত্রে খবর, ভিন রাজ্য থেকে পাচারের জন্যই এই কাঠগুলি হাওড়া থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল। তারপর তা বিদেশে পাচার করা হত। কলকাতা থেকে দেশের বাইরে পাচারের পরিকল্পনা ছিল বলেই জানতে পেরেছেন তদন্তকারী আধিকারীকরা।

লাল চন্দন কাঠ উদ্ধার