Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, দিল্লি থেকে আনা হচ্ছে নতুন আধিকারিককে

Recruitment Scam: সিবিআই-কে বিচারপতি নির্দেশ দেন, পুজোর ছুটির পরে গোটা নিয়োগ দুর্নীতি তদন্ত অগ্রগতির রিপোর্ট দিতে হবে। এতদিন ধরে কী কী তদন্ত এই নিয়োগ দুর্নীতিতে হয়েছে, সেটা জানতে হবে

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, দিল্লি থেকে আনা হচ্ছে নতুন আধিকারিককে
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 18, 2023 | 3:20 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর সিটের পুনর্গঠন। নতুন করে এক সিবিআই অফিসার স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করল SIT-এ। চলতি বছরের ২০ অক্টোবরের মধ্যে এই আধিকারিককে মামলায় যুক্ত করতে হবে। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডিআইজি সিবিআই অশ্বিন সেনভিকে সিট পুনর্গঠনের নির্দেশ কার্যকর করতে বলেন।  SIT-কে আরও শক্তিশালী করতে দিল্লি সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের ওই অফিসারকে কলকাতায় আনতেই বিচারপতির এই নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় এদিনের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তাৎপর্যপূর্ণ মন্তব্য, “আদালতকে ইচ্ছাকৃতভাবে বিরক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন।”

সিবিআই-কে বিচারপতি নির্দেশ দেন, পুজোর ছুটির পরে গোটা নিয়োগ দুর্নীতি তদন্ত অগ্রগতির রিপোর্ট দিতে হবে। এতদিন ধরে কী কী তদন্ত এই নিয়োগ দুর্নীতিতে হয়েছে, সেটা জানতে হবে। মুখ বন্ধ খামে আদালতে তা জমা করতে হবে সিবিআই-কে। এই মামলার পরবর্তী শুনানি ২৯ নভেম্বর। সেদিনই মুখ বন্ধ খামে রিপোর্ট জমা করতে হবে সিবিআই-কে।

প্রসঙ্গত, স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে বারবার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে। এর আগেও সিটের পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  গ্ৰুপ-ডি এবং গ্ৰুপ-সি কর্মী নিয়োগ মামলায় সিবিআইয়ের সিটেও পরিবর্তন করেছিলেন। সিট থেকে বাদ দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিককে। পরিবর্তে সিটে নিয়ে আসা হয়েছিল সিবিআইয়েরই নতুন ৪ আধিকারিককে। পুনর্গঠিত সিটের নেতৃত্বে ভূতপূর্ব ডিআইজি অখিলেশ সিংহকে নিয়ে আসা হয়েছিল।

এবারও সিবিআই-এর তদন্তের গতিপ্রকৃতি দেখে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিটের পুনর্বিন্যাস করেন। দিল্লিকে থেকে এক আধিকারিককে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।