RG Kar: ‘ওদের ক্লিয়ার ভার্সন বলছি, ড্যাশ–ড্যাশ–ড্যাশ মারো পুলিশ কো, ডক্টর কো মারো’

RG Kar: মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত গতকালই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বলেছেন, "এটা পূর্ব পরিকল্পিত। ওই নিকৃষ্ট প্রাণীরা সাংবাদিকদের হেনস্থা করেছে। ওরা কী বলছিল তার ক্লিয়ার ভার্সান আপনাদের বলছি আমি, ড্যাশ--ড্যাশ--ড্যাশ, মারো পুলিশ কো, ডক্টর কো মারো।"

RG Kar: 'ওদের ক্লিয়ার ভার্সন বলছি, ড্যাশ--ড্যাশ--ড্যাশ মারো পুলিশ কো, ডক্টর কো মারো'
দেবাশিস দত্ত, মানিকতলা থানার ওসিImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2024 | 11:37 AM

কলকাতা: একদল এসেছিল লরিতে। কেউ আবার হেঁটে। বুধবার রাতে মহিলারা যখন পথে নেমেছিলেন রাতে পথ দখলে? ঠিক সময় আরজি করে একদল দুষ্কৃতী ঢুকে তছনছ করে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড। রোগীদের জীবনদায়ী ওষুধ যেমন নষ্ট করেছে তাঁরা। মারধর করেছে পুলিশ আধিকারিকদেরও। জানা যাচ্ছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫ জন পুলিশ আধিকারিক। যাঁদের মধ্যে রয়েছেন ডিসি নর্থ ও ওসি মানিকতলা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত গতকালই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বলেছেন, “এটা পূর্ব পরিকল্পিত। ওই নিকৃষ্ট প্রাণীরা সাংবাদিকদের হেনস্থা করেছে। ওরা কী বলছিল তার ক্লিয়ার ভার্সান আপনাদের বলছি আমি, ড্যাশ–ড্যাশ–ড্যাশ, মারো পুলিশ কো, ডক্টর কো মারো। নাম ধরে বলছিল ওরা। এটা আগে থেকেই প্ল্যান ছিল। তবে আমরাও বলছি এই যুদ্ধক্ষেত্র ছেড়ে আমরাও পিছু হটব না।”

এ দিকে, আজও ফের হামলার আশঙ্কায় ভুগছেন আরজি কর হাসপাতালের নার্সরা। তাঁদের দাবি, “এটা পরিকল্পিত। পুরোটাই পরিকল্পিত। কালকে যে র‌্যালি বেরবে সেটা তো পুলিশ জানত। তারপরও এক্সট্রা পুলিশ কেন নেই। পুলিশ উল্টে আমাদের বলছে ভগবানের উপর ভরসা করুন।” আরও এক নার্স বললেন, “ওদের মুখ ঢাকা ছিল। একটা ঝামেলা তৈরি করা। ওরা বলে দিয়ে গেছে কালকে দেখে গেছে আজ আবার আসবে।”