মাথা পিষে দিল ১০ চাকার লরি, তারাতলায় চোখের সামনে ভাইকে হারালেন দাদা

দুর্ঘটনার কারণে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল গার্ডেনরিচ রোডে।

মাথা পিষে দিল ১০ চাকার লরি, তারাতলায় চোখের সামনে ভাইকে হারালেন দাদা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 11:28 PM

কলকাতা: আবারও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল রাতের কলকাতা। শনিবার রাতে তারাতলা থানার অন্তর্গত গার্ডেনরিচ রোডে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। একটি স্কুটিতে সওয়ার দুই ভাইকে ধাক্কা মেরে পিষে দেয় একটি ১০ চাকার লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ভাইয়ের। অপরজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। দুর্ঘটনার কারণে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল গার্ডেনরিচ রোডে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত আনুমানিক ৯ টা ১৫ নাগাদ দুই যুবক স্কুটিতে করে গার্ডেনরিচ থেকে তারাতলার দিকে যাচ্ছিল। সেই সময় তারাতলার দিক থেকে দ্রুতগতিতে এগিয়ে আসছিল একটি ১০ চাকার লরি। গার্ডেনরিচ রোডে একটি ঠান্ডা পানীয় সংস্থার দফতরের সামনে ওই দুই যুবককে ধাক্কা মারে লরিটি। দুই যুবক ছিটকে পড়লেও দাঁড়ায়নি ওই লরি। বরং দুর্ঘটনাগ্রস্ত দুই যুবকের উপর দিয়েই চাকা চালিয়ে দেওয়া হয়। এক যুবকের মাথা পিষ্ট করে লরিটি চলে যায়। তাঁর মৃত্যু হয় ঘটনাস্থলেই। অপর যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: TV9 Exclusive: তৃণমূলের রেকর্ড জয়ে মমতার ভূমিকা নেই, ‘তৃতীয় ব্যক্তি’কে কৃতিত্ব দিলেন দিলীপ

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম কিঞ্জল মুখোপাধ্যায়ের (২৬) বাড়ি বেহালার জ্যোতিষ রায় রোডে। কিঞ্জলের দাদা সায়ক (২৮) বর্তমানে এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সায়কের পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটি পলাতক। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন: প্রতারক সনাতন ‘চরিত্রবান’, সার্টিফিকেট দিয়েছিল বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ